গোয়ায় ফুরফুরে মেজাজে অর্ণব-সুনিধি
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন শুরু হয়েছে। ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে দ্বিতীয় সিজনের প্রথম গান ‘মুড়ির টিন’। রিয়াদ, তৌফিক ও পল্লবের গাওয়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই গান এরই মধ্যে বাজিমাত করেছে। প্রচার শুরুর আগে কোক স্টুডিও বাংলা নিয়ে গত কয়েক মাস ভীষণ ব্যস্ত সময় পার করেছেন আয়োজনের সংগীত প্রযোজক অর্ণব। হঠাৎ দেখা গেল ফুরফুরে মেজাজে ভারতের গোয়ার একটি সমুদ্রসৈকতে ঘুরছেন তিনি। সঙ্গে আছেন সংগীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েক। একেবারে অন্য রকম এক অর্ণব-সুনিধিকে দেখে তাঁদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও বেশ উচ্ছ্বসিত।
১ / ৪
২ / ৪
৩ / ৪
৪ / ৪