নতুন গানে জমজমাট ঈদ
ঈদ উৎসব মানেই একসময় ছিল অ্যালবাম আর অডিও গানের রমরমা বাজার। তবে এখন গান মূলত সিঙ্গেল–নির্ভর। এবারের ঈদুল আজহাতেও আসছে নতুন গান। ঈদের গান নিয়ে লিখেছেন নাজমুল হক
চিরকুটের ‘হিয়া’
চিরকুট ব্যান্ডের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ প্রকাশ পেয়েছে গত মাসে। ঈদ উপলক্ষে ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের নতুন গান ‘হিয়া’র মিউজিক ভিডিও। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর শারমিন সুলতানা সুমির। আফফান আজিজ প্রিতুলের নির্দেশনায় ভিডিওতে অংশ নিয়েছেন চিরকুটের সদস্যরা। চিরকুটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাচ্ছে হিয়ার ভিডিও চিত্র।
বাপ্পা মজুমদারের ‘আগামীকাল’
ঈদ উপলক্ষে প্রকাশ পাবে সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদারের নতুন গান। গানটির শিরোনাম ‘আগামীকাল’। সুর, সংগীত ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন বাপ্পা মজুমদার। ভিডিও তৈরি করেছেন আহাদ অন্তর। সম্প্রতি প্রকাশ করা হয়েছে গানের পোস্টার। সেখানে বাপ্পা মজুমদারকে দেখা যায় রোবটমানবের আদলে। বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে বলে জানান এই সংগীতশিল্পী।
ফজলুর রহমান বাবুর ‘আত্মা’
নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু। গানটির শিরোনাম ‘আত্মা’। গানটির কথা লিখেছেন সালমান আহমেদ, সুর ও সংগীত সোহাগের। গানটির ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন জালাল আহমেদ। ভিডিও চিত্রে মডেল হয়েছেন হাফিজ রহমান ও মিষ্টি ঘোষ। গানটি প্রকাশ পাবে এনওয়াইসি ইউটিউব চ্যানেলে।
তানজিব সারোয়ারের ‘নামের জীবন’
সুখের খোঁজে ক্লান্ত মানুষের না পাওয়ার কষ্ট উঠে এসেছে গায়ক তানজিব সারোয়ারের গাওয়া নতুন গান ‘নামের জীবনে’। গানটি লিখেছেন জে এস জিসান, সুর করেছেন রিয়াদ আহসান, সংগীতায়োজনে এ পি শুভ। ভিডিও নির্মাণ করেছেন জিসান। মডেল হয়েছেন তারেক জামান ও শবনম শিলা। গানটি শোনা যাচ্ছে জেএস মিউজিকের ইউটিউব চ্যানেলে।
মিশু খানের ‘হঠাৎ তুমি’
‘হঠাৎ তুমি’ গেয়েছেন শহরতলী ব্যান্ডের ভোকাল মিশু খান। গানটি লিখেছেন ব্যান্ডের পারফর্মিং ভোকাল জিল্লুর সোহাগ। গতকাল গানটি প্রকাশিত হয়েছে মিশু খান ইউটিউব চ্যানেলে।
হৈমন্তী-পাবেলের ‘কাড়িয়া নিলা ঘুম’
আইকে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হৈমন্তী রক্ষিতা দাস ও জাহেদ পাবেলের গান ‘কাড়িয়া নিলা ঘুম’। গানটি লিখেছেন মুনসুর সানি, সুর করেছেন সাজ্জাদ ও প্রত্যয় খান। গানটির মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন এম এইচ মুন্না।
কর্নিয়ার ‘জামদানি শাড়ি’
কর্নিয়ার নতুন গান ‘জামদানি শাড়ি’। গানটির কথা ও সুর তানভীর আহমেদের। গানের একটি অংশে সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন তানভীর। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাজ শংকর বিশ্বাস। কর্নিয়া, তানভীরের সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন সামিয়া অথৈ। কর্নিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
কাজী শুভর ‘ভালো মানুষ ভালোবাসা পায় না’
এই ঈদে একাধিক গান নিয়ে আসছেন কাজী শুভ। তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ভালো মানুষ ভালোবাসা পায় না’ গানটি। কথা ও সুর হানিফ খানের, সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। সৌরভ ঘোষ নিলয়ের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তারেক ও তৃষা। আরেকটি চ্যানেলে প্রকাশিত হবে তাঁর একক গান ‘মায়া মায়া লাগে’।
অমি-আঁচল জুটির গান
নতুন মিউজিক ভিডিও নিয়ে এসেছেন সংগীতশিল্পী সৈয়দ অমি ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। অমির গাওয়া ‘তোর মনেতে থাকতে দেনা আজীবন’ শিরোনামের গানটি লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। সুর করেছেন জিয়াউল হক সোহাগ, সংগীতায়োজনে রিয়েল আশিক। সৈয়দ অমি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গত মঙ্গলবার।
জয়ের ‘ধোঁকা’
আসছে সংগীতশিল্পী জয়ের গান ‘ধোঁকা’। কামরুল হাসানের কথায় গানটির সুর করেছেন প্লাবন কুরাইশী; সংগীত আয়োজন করেছেন তারিক আল ইসলাম। গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে রোমান্টিক ও অ্যাকশনের মিশেলে। মডেল হিসেবে দেখা যাবে রুমি প্রিয়া অনন্যা, তন্ময় সাবি ও খলনায়ক ডনকে। মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তাঁর টিম, আর ভিডিও পরিচালনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। নতুন গানটি ঈদের দিন মুক্তি পাবে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।
নাদিমের ‘দূরে বহুদূরে’
সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিমের নতুন গান ‘দূরে বহুদূরে’ গানটির কথা ও সুর যৌথভাবে করেছেন রেজা করিম ও নাদিম। যার সংগীত আয়োজন করেছেন জুয়েল মাহমুদ। ঈদুল আজহার রাতে গানটি প্রকাশিত হবে স্টুডিও ওভারডোজ ইউটিউব চ্যানেল থেকে।
রফিক সাদীর ‘টোয়েন্টি ইয়ারস’
গত বুধবার প্রকাশ পেয়েছে রফিক সাদীর গান ‘টোয়েন্টি ইয়ারস’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লেখা ও সুরও করেছেন এ সংগীতশিল্পী। গানে অনন্দ–বেদনায় মোড়ানো প্রেমকাহিনি উঠে এসেছে। গানটি রফিক সাদীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।