গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত শিল্পীর সঙ্গে গাইলেন ঢাকার গায়ক জুয়েল
নব্বইয়ের দশকের মাঝামাঝিতে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ঢাকার গায়ক জুয়েল চৌধুরী। পড়াশোনা শেষ করে সেখানেই থিতু হয়েছেন। ব্যবসার পাশাপাশি নিয়মিত গান করছেন তিনি।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়নপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভার সঙ্গে গান করেছেন জুয়েল। এর আগে ‘শো মি দ্য মানি’ শিরোনামে একটি ইংরেজি, জুলু ও সোথো ভাষার গানে এসজাভার সঙ্গে জুয়েল ও আরেক আফ্রিকান গায়ক এমটিও কণ্ঠ দিয়েছেন। ‘সরাব’ নামে আরেকটি গানেও এসজাভার সঙ্গে পাওয়া গেছে জুয়েলকে।
আগামী মাসে এসজাভার সঙ্গে ‘স্থান্ডাসাম’ শিরোনামে আরেকটি গান নিয়ে আসছেন জুয়েল। ২০১১ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘পেইন কিলার’ প্রকাশিত হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বাংলা গান করা হয়নি তাঁর; ঢাকার শিল্পীদের সঙ্গে বাংলা গান করতে আগ্রহী এই শিল্পী। ভবিষ্যতে ঐশী, জালালি সেটের সঙ্গে বাংলা গান করতে আগ্রহী তিনি।
মাত্র ৯ বছর বয়সে গান ও অভিনয় শুরু করেন জুয়েল। বিটিভির নাটকে ও ম্যাগাজিন অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে। ‘মিউজিক টাচ’ নামে একটি ব্যান্ডে ছিলেন তিনি।
১৯৯৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। তিনি দেশটির এসএবিসি (সাউথ এশিয়ান ব্রডকাস্টিং করপোরেশন) গান পরিবেশন করেছেন।