বিটিভির ‘আনন্দ মেলা’য় প্রথমবার রুনা লায়লা

রুনা লায়লার সঙ্গে ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটিতে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কনা, ঝিলিক ও সাব্বিরবিটিভি

বাংলাদেশ টেলিভিশনের ঈদের অনুষ্ঠানে ‘আনন্দ মেলা’ অন্যতম। বছরের পর বছর প্রতি ঈদে ‘আনন্দ মেলা’ দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে আছে। এবার বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সেজেছে ঈদের ‘আনন্দ মেলা’। উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, এবারের ‘আনন্দ মেলা’য় থাকছে শত বাউলের অংশগ্রহণে তিনটি বাউলগানের কোলাজ নিয়ে একটি পরিবেশনা। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান। আরও রয়েছে পুতুলনাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্ল্যাসিক নৃত্য পরিবেশনা। যেখানে সাতজন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাঁদের দুজন করে শিষ্য। এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান।

ঈদের ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
বিটিভি

এবারের ‘আনন্দ মেলা’য় অন্যতম চমক উপমহাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী রুনা লায়লার অংশগ্রহণ। গুণী এ শিল্পীর সঙ্গে ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটিতে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কনা, ঝিলিক ও সাব্বির।

এবারই প্রথম ‘আনন্দ মেলা’র জন্য গাইলেন রুনা লায়লা
বিটিভি

বিটিভি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারই প্রথম ‘আনন্দ মেলা’র জন্য গাইলেন রুনা লায়লা। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু। আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এ ছাড়া নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।
আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘আনন্দ মেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।