আমার কণ্ঠে দুঃখী গানই বেশি পছন্দ করেন দর্শক: সালমা

সালমা। ফেসবুক থেকে

জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গান নিয়ে ব্যস্ততা থাকে সব সময়ই। বেশির ভাগ সময়ই দেশ-বিদেশের স্টেজ শোতে অংশ নেন এই শিল্পী। পাশাপাশি নতুন গানের কাজ নিয়েও থাকে ব্যস্ততা। ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে পরিচিতি পাওয়া এ শিল্পী মূলত ফোক গানই বেশি করে থাকেন। এই ঘরানার গান গেয়েই বাংলাদেশের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সালমা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান সময়ের কাজ এবং গানের নানা বিষয় নিয়ে কথা বলেছেন শিল্পী।

আরও পড়ুন

রোববার নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই তরুণ শিল্পী। ‘সাদা মুখ কালো কইরা বন্ধু দেখায় গোসসা, আমি নাকি কালা পাখি বন্ধু হইল ফরসা’, এমনই কথার গানটি লিখেছেন আশিক বন্ধু। রোববার মগবাজারের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা।

গানটি লিখেছেন আশিক বন্ধু,সুর করেছেন সুমন কল্যান
সংগৃহীত

গানটির সংগীত পরিচালক সুমন কল্যাণ। জানা গেছে গানটির অডিও এবং স্টুডিও ভার্সন ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে রাত ১১টার দিকে। ‘কালা পাখি’ শিরোনামের নতুন গানটি গেয়ে সালমা বলেন, ‘গানটি গাওয়ার পর এখন আমার খুব প্রিয় গান হয়ে গেছে। আমার মৌলিক প্রিয় পছন্দের গানের তালিকায় এই কালা পাখি গানও একটি হয়ে থাকবে, দর্শকদেরও ভালো লাগবে। স্টেজে ও টেলিভিশন অনুষ্ঠান জমিয়ে তোলার মতো আরেকটি বেশ সুন্দর, মজার গান পেলাম। একদম সহজ-সরল ও সুন্দর একটি গান লিখেছেন আশিক বন্ধু। গানটি নিয়ে অলরেডি আমি নিজেই ভয়েস দেওয়ার পর ফেসবুক ও পেজে আপডেট দিয়েছি। এটি মুক্তি পেলেই জনপ্রিয়তা পাবে।’

‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’, গানটি শুনিয়ে সংগীত নিয়ে কথা বলতে শুরু করেন সালমা। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে সালমার ভাষ্য, ‘রেকর্ডিং নিয়ে ব্যস্ততা আছে, সঙ্গে এখন তো আমাদের মৌসুম নয়। শো হচ্ছে একদম অল্পবিস্তর। পাশাপাশি লন্ডনের বাউল উৎসবে যাচ্ছি, অনুষ্ঠানের মূল শিল্পী আমি।’

সালমা। ফেসবুক থেকে

এই সময়ের গান নিয়ে শিল্পী বলেন, ‘গান তো আসলে অনেক হচ্ছে। প্রতিনিয়তই কাজ করছি। পাশাপাশি নতুন গানের কাজ করছি। এখন মিউজিক ভিডিও না করলে তো গানই চলে না। প্রতিটি গানে লিপসিং করা লাগে। এটা একদম আবশ্যক হয়ে গেছে। আগে এমনটা ছিল না। আগে নিজের ইচ্ছেমতো, শখ অনুযায়ী একটা গান আপনি লিপসিং করলেন মানে, মডেল হলেন। এখন কিন্তু সেই অপশন নেই। এখন আপনার প্রতিটি গানে লিপসিং করতেই হবে।’

নিজের পছন্দের গান নিয়ে সালমা বলেন, ‘সাঁইজির গান আমার অনেক পছন্দ। যেহেতু আমার জন্মভূমি কুষ্টিয়াতে। আমার বেড়ে ওঠাটা সেখানে। জন্মের পর থেকে সাঁইজির গান শুনে শুনে বড় হয়েছি। ওটার যে ভালোবাসাটা, যেমন ছোটবেলার যে বিষয়গুলো; ওটা কিন্তু সবার কাছে খুব ভালোবাসার। আমি সাঁইজির গান পছন্দ করি। গান তো আমি অনেক রকমের গেয়েছি। “রঙিলা বাড়ুই” গেয়েছি তারপর “এই সুন্দর স্বর্ণালী” গানটা যে করেছি, ওখানে তো আমি খুব সুন্দর সুন্দর মন্তব্য পেয়েছি। মাঝে মাঝে মন খারাপ হলে এ ধরনের মন্তব্য শুনলে মন ভালো হয়ে যায়।’

সালমা আরও বলেন, ‘দর্শক হয়তোবা আমাকে দুঃখী গানেই বেশি পছন্দ করেন। হয়তোবা দুঃখের গানটা আমার কণ্ঠে ভালো শোনায়। কিন্তু আমার নিজস্ব কোনো পছন্দ নেই যে আমি বাউলগানই গাইব। সব রকমের গান গাইতে পছন্দ করি। আমি আসলে একজন স্টেজ পারফরমার। স্টেজ পারফর্ম করতেই বেশি পছন্দ করি।’