অরিজিতের বাংলা গান হিন্দিতে গাইলেন ইমরান

ইমরান মাহমুদুল
ছবি: সংগৃহীত

দীপঙ্কর দীপনের সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এ ‘টুপটাপ’ নামে একটি গান গেয়েছিলেন অরিজিৎ সিং ও সোমলতা। চলতি বছরের মার্চ মাসে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আলট্রা ইন্ডিয়া’য় ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি পেয়েছে। সেখানে গানটিরও হিন্দি রূপান্তর করা হয়েছে। ‘রাং চাডহেয়া’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের ইমরান মাহমুদুল ও ভারতের অনন্যা শ্রীতম নন্দা। গত শুক্রবার বিকেলে ‘আলট্রা বলিউড’-এর ইউটিউব ও ফেসবুক পেজে গানটি মুক্তি পেয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন কাশি কশ্যপ।

অরিজিৎ সিংয়ের ভক্ত ইমরান। তাঁর গাওয়া গানের হিন্দি সংস্করণে গাইতে পেরে দারুণ খুশি গায়ক। অরিজিৎকে আদর্শ মানা ইমরান বলেন, ‘বিষয়টি আমার জন্য খুব আনন্দের।

আরও পড়ুন

অরিজিৎ সিংয়ের বাংলা, হিন্দি—দুই ধরনের গানই শুনেছি, শুনে আসছি। তাঁর গাওয়া গানটির নতুন ভার্সনে কণ্ঠ দেওয়া একজন ভক্তের জন্য কম ভাগ্যের নয়। এটি আমার কাছে এক রোমাঞ্চকর ব্যাপার।’

গানটি গাওয়ার সুযোগ হলো কীভাবে, জানতে চাইলে ইমরান বলেন, ‘মাস দুয়েক আগে কাশি কশ্যপ নামের ওই সুরকার আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেন।

ইমরান মাহমুদুল
ছবি : সংগৃহীত

তিনি আমাকে দিয়ে গানটির হিন্দি ভার্সন করার ব্যাপারে কথা বলেন। অরিজিতের গানের ভার্সন গাইতে হবে শুনে আমার আগ্রহ বেড়ে গেল।

দুই দিন পর আলট্রা ইন্ডিয়ার পক্ষ থেকে অন্য একজন আমার সঙ্গে যোগাযোগ করেন। ওই দিনই গানের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়। কয়েক দিন পর চুক্তি হয়। পরে আমাকে মিউজিক পাঠালে ঢাকায় বসেই গেয়ে অনলাইনে পাঠিয়ে দিই। প্রথমে যেভাবে গেয়ে পাঠিয়েছি, ওটাই চূড়ান্ত করেছেন তাঁরা। কোনো সংশোধনী দেননি।’