কে পপ অ্যালবামের ইতিহাসে সবচেয়ে বেশি কপি বিক্রির রেকর্ড
কে পপ অ্যালবামের ইতিহাসে সবচেয়ে বেশি কপি বিক্রির রেকর্ড গড়েছে কোরীয় ব্যান্ড সেভেনটিন; ব্যান্ডটির দশম ইপি ‘এফএমএল’ ৬২ লাখ কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে ব্যান্ডের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট। খবর বার্তা সংস্থা ইয়োনহ্যাপের
একই সঙ্গে প্রথম কোনো অ্যালবাম হিসেবে ৬০ লাখ কপি বিক্রির মাইলফলক ছাড়িয়েছে সেভেনটিন। গত ২৪ এপ্রিল অ্যালবামটি মুক্তির পরপরই হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা। হানটেও চার্টের হিসাবে, প্রথম সপ্তাহেই ৪৫ লাখ কপি অ্যালবাম বিক্রি হয়েছে।
বিলবোর্ডের ২০০ অ্যালবামের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ‘এফএমএল’, ইউএস টপ চার্টেও জায়গা করে নিয়েছিল।
৯ জুলাই চীনের ম্যাকাওতে টেনসেন্ট মিউজিক এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডে সেভেনটিন ব্যান্ডের গান পরিবেশনের কথা রয়েছে। ৯ সদস্যের এ ব্যান্ডের সদস্য সিউনকোয়ান শারীরিক অসুস্থতার কারণে ব্যান্ড থেকে বিরতি নিয়েছেন। কনসার্টে সিউনকোয়ানকে পাওয়া যাবে না।