জিনের কনসার্টে গাইবেন, কে এই ইয়েনা

ইয়েনাইউয়েহুয়া এন্টারটেইনমেন্ট

বিটিএস তারকা জিনের একক ফ্যান কনসার্টে অতিথি শিল্পী হিসেবে গাইবেন গায়িকা ইয়েনা। শনিবার গয়াং স্পোর্টস কমপ্লেক্সের ‘রান সিউক জিন ইপি ট্যুর ইন গয়াং’ শীর্ষক কনসার্টটি রয়েছে।

জিনের কনসার্টের গাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইয়েনাকে নিয়ে চর্চা চলছে। কোরিয়ার বাইরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনামে এসেছেন ইয়েনা।

জিন
বিগহিট মিউজিক

জিনের দ্বিতীয় মিনি অ্যালবাম ‘ইকো’র ‘লুজার’ শিরোনামে একটি গানে জিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইয়েনা। গত ১৬ মে প্রকাশিত গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। গানটির একটি লাইভ ভিডিও প্রকাশ করা হয়েছিল, যেখানে জিন ও ইয়েনার রসায়ন নজর কেড়েছিল।

প্রেমিক–প্রেমিকার খুনসুটি নিয়ে গাওয়া ‘লুজার’ গানে কখনো ভালোবাসা, কখনো ঝগড়া তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

একক শিল্পী হিসেবে ইয়েনা ইতিমধ্যে নিজের একটি আলাদা ঘরানা তৈরি করেছেন। সংগীতের পাশাপাশি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠানেও কাজ করছেন তিনি।

এর আগে সিওল, ওসাকা, টোকিও, ম্যাকাও ও তাইওয়ানে একক কনসার্ট করেছেন ইয়েনা।