কারাগারে নোবেল গাইলেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’

গান পরিবেশন করছেন নোবেলছবি: কারা অধিদপ্তর

সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের এবারের ঈদ কেটেছে কারাগারে। ধর্ষণ ও নির্যাতনের মামলায় ১৯ মে থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। ঈদ উপলক্ষে কারাগারের ভেতরের মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে গান পরিবেশন করেন নোবেল। নোবেলের গানে আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বন্দীরা।

ঈদ উপলক্ষে কারাগারে বন্দীদের জন্য বেলা সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দীরা আনন্দময় পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন। সেখানে গান পরিবেশন করেন নোবেলসহ অন্য বন্দীরা। আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ থেকে জেমসের ‘ভিগি ভিগি’ থেকে নিজের ‘অভিনয়’ গান গেয়ে শোনান নোবেল। সামনের মাঠজুড়ে হাজারো দর্শক গলা মেলান তাঁর সঙ্গে। এসব গান শুনে অন্য বন্দীরাও মুগ্ধ হন। গানে গানে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের যেসব কারাগারে বড় জায়গা আছে, সেখানে ঈদ পার্বণে বন্দীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বড় মাঠ নেই সেখানেও গানের আসর আয়োজন করা হয়। গতকাল কেন্দ্রীয় কারাগারে বন্দীরা আনন্দময় পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।’

কারাগারে নোবেল গাইলেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’
ছবি: কারা অধিদপ্তর

তিনি আরও বলেন, ‘এসব বন্দী তো পরিবার থেকে অনেক দূরে থাকেন, আবার আমাদের সদস্যরাও দায়িত্ব পালনের জন্য বাড়ি যেতে পারেন না। নোবেলসহ বন্দীদের গানে সবাই অনেক খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন।’
গায়ক মাঈনুল আহসান নোবেলকে ১৯ মে দিবাগত রাতে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে এক নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়। এদিন বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যদিও নোবেলের আইনজীবী অভিযোগকারীকে নোবেলের স্ত্রী দাবি করেন, কিন্তু আদালতে বিয়ের কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি।