পাকিস্তানি ব্যান্ডের সঙ্গে আরিয়ান, গাইবেন এনজেল নূরও
পাকিস্তানি ব্যান্ড বায়ানের সঙ্গে কনসার্টে গাইবেন তরুণ সংগীতশিল্পী আরিয়ান চৌধুরী। এই মাসের শেষ ভাগে ‘বায়ান লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজন করছে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়াম।
আজ বিকেলে প্রথম আলোকে আরিয়ান চৌধুরী জানান, বাইরের কোনো ব্যান্ডের সঙ্গে এটিই তাঁর প্রথম কোনো কনসার্ট। মঞ্চে ওঠার জন্য মুখিয়ে আছেন তিনি।
‘সফর ট্যুর’-এ ঢাকায় আসছে লাহোরের রক ব্যান্ড বায়ান। ব্যান্ডটি গানের হৃদয়গ্রাহী কথা ও সুরের জন্য পরিচিত।
কনসার্টে ‘চাও না’, ‘আমার ছাড়লে’সহ বেশ কয়েকটি আলোচিত মৌলিক গান গাইবেন আরিয়ান। গান দুটি টিকটক ও ইউটিউবে ‘ভাইরাল’ হয়েছে। পাশাপাশি মাইলসের গান কাভার করারও পরিকল্পনা রয়েছে তাঁর।
সপ্তাহখানেক আগে ‘যা ইচ্ছা করো’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন আরিয়ান। তিনি একাই ইলেকট্রিক গিটার, বেজ গিটার, কি-বোর্ড বাজান।
গিটারে ক্যারিয়ার শুরুর পর ২০১৭ সাল থেকে নিয়মিত গাইতে শোনা যায় আরিয়ানকে। তরুণ শ্রোতাদের মাঝে আলাদা পরিচিতি রয়েছে তাঁর। ইউটিউবে প্রায় দেড় লাখ সাবস্ক্রাইবার।
আরিয়ানের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। সেখানকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।
‘বায়ান লাইভ ইন ঢাকা’কনসার্টে আরিয়ান ছাড়াও এনজেল নূরও গাইবেন।