‘এই সময়’-এর গানে মাতল তারুণ্য

রাজধানী ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ‘এই সময়’ নানা অধ্যায়ে এগিয়ে যাবে।

শহরে শীত নামার আগেই রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে কনসার্টে মাতলেন তরুণেরা। ‘এই সময়’ শীর্ষক সংগীত উদ্যোগে গানের সুরের মূর্ছনায় ভাসলেন ব্যান্ডসংগীতের অনুরাগীরা।
ছুটির দিন শুক্রবার বেলা ৩টায় শুরু হয় এ আয়োজন। চলে রাত ৯টা পর্যন্ত। কনসার্টটির আয়োজন করে অ্যাকোস্টিকা। আয়োজনের শুরুতে মঞ্চে আসে ‘আপেক্ষিক’ ব্যান্ড। ‘লেফট রাইট’ দিয়ে শুরু করে ব্যান্ড ‘বাংলা ফাইভ’ পরিবেশন করে তাদের শ্রোতানন্দিত গানগুলো।

বাংলা ফাইভের মূল গায়ক সিনা হাসান বলেন, ‘এই কনসার্টের বিশেষত্ব হচ্ছে, এতে দর্শকেরা এসেছেন শিল্পীদের আমন্ত্রণে। তাঁরা যে অর্থমূল্য দিয়ে টিকিটটা কিনলেন, তা সরাসরি পাচ্ছেন শিল্পীরা। প্রথম অধ্যায়টি আমরা ইনডোর করেছি। সামনের আয়োজনগুলো আরও বৃহৎ পরিসরে ‘ওপেন এয়ার’-এ অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’

মঞ্চে ‘সোনার বাংলা সার্কাস’
ছবি: সংগৃহীত

‘শহরতলী’র গান ও কবিতার সমন্বয় ঘটে মঞ্চে, পরে ‘সহজিয়া’র ‘ছোট পাখি ছোট পাখি, সর্বনাশ হয়ে গেছে’র মতো গানে সময়ের ব্যথা জেগে ওঠে তারুণ্যের সম্মিলিত কণ্ঠে, মনে ও মননে।

একইভাবে ‘সোনার বাংলা সার্কাস’-এর ‘মৃত্যু উৎপাদন কারখানা’ যেন সময়ের দাবি। মঞ্চে উঠেই ‘আভাস’ ব্যান্ড নিয়ে নতুন করে পথ চলা তানজীর তুহিন বলেন, শিক্ষা, মনন, বিবেক সবকিছু নিয়ে নতুন প্রজন্ম বেড়ে উঠুক, গড়ে উঠুক এই শহর, নতুন প্রজন্মের ব্যান্ডগুলো এগিয়ে যাক এই সময়ের গানে। আয়োজকদের ধন্যবাদ এমন কনসার্ট আয়োজনের জন্য।

দর্শকদের উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

‘মহীনের ঘোড়াগুলি’র ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে.... বোকা বাক্সতে বন্দী’ দিয়ে শুরু করেন তুহিন। তাঁর গানের কথা ও সুরেও ‘এই সময়’ ফুটে ওঠে দারুণভাবে। তুহিন গাইলেন, ‘একটা একটা করে দিন কেটে গেল আমার মানুষ হলাম কই?’ গাইলেন একই সঙ্গে তাঁর শ্রোতাপ্রিয় বেশ কিছু গান।

সবশেষে মঞ্চে আসে ব্যান্ড ‘মেঘদল’। ‘এসো আমার শহরে না বলা গল্পের ভিড়ে’, এমন আহ্বানে ব্যান্ডের মূল গায়ক শিবু কুমার শীল আমন্ত্রণ জানান। পরিবেশন করেন ‘কিছু বিষাদ হোক পাখি’ কিংবা ‘নির্বাণ’–এর মতো বেশ কিছু গান। সব শেষে কথা ও সুরের মোহ মায়ায় ‘এ হাওয়া’য় ভাসিয়ে শেষ হয় ‘এই সময়: অধ্যায় ১ ’।

সবশেষে মঞ্চে আসে ব্যান্ড ‘মেঘদল’

কনসার্টের সমন্বয়ক সৈকত বিশ্বাস বলেন, ‘দেশের প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর কিছুটা বাইরে এসে যেসব ব্যান্ডগুলোর গানে সময়ের নতুন ভাষ্য উঠে আসছে, তাদের নিয়ে আমাদের এই যাত্রা। প্রথম অধ্যায়ের গানে কিছু সাইকেডেলিক ব্যান্ড নিয়ে আমরা এ আয়োজন করেছি।’ টুটুল জানান, এ আয়োজনে সামনের দিনগুলোয় নতুন নতুন ব্যান্ড যুক্ত হবে। রাজধানী ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ‘এই সময়’ নানা অধ্যায়ে এগিয়ে যাবে।