কোভিড পজিটিভ কে পপ তারকা, অংশ নিতে পারবেন না কনসার্টে

‘সেভেনটিন’-এর সদস্য ডিনো
ছবি : সংগৃহীত

চলতি বছরের ২৭ মে মুক্তি পায় কে পপ ব্যান্ড ‘সেভেনটিন’-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘ফেস দ্য সান’। বাজারে আসার আগেই ১০ লাখের বেশি অগ্রিম কপির অর্ডার আসে। বোঝাই যাচ্ছে, অ্যালবামটির জন্য ভক্তরা কতটা অপেক্ষায় ছিলেন। ‘বি দ্য সান ট্যুর’ নামে চলতি বছর ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছে ১৩ সদস্যের ব্যান্ডটি। কনসার্ট করতে তারা এখন আছে যুক্তরাষ্ট্রে। তবে সেভেনটিন–ভক্তদের জন্য দুঃসংবাদ, সামনের বেশ কয়েকটি কনসার্টে ব্যান্ডের সব সদস্যকে দেখা যাবে না। দলের অন্যতম সদস্য র‍্যাপার ডিনো কোভিড পজিটিভ হয়েছেন। কে পপ গ্রুপ ম্যানেজমেন্ট কোম্পানি প্লিডিস এন্টারটেইনমেন্টের বরাতে খবরটি নিশ্চিত করেছে বিলবোর্ড।

চলতি বছরের ২৭ মে মুক্তি পায় কে পপ ব্যান্ড ‘সেভেনটিন’-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘ফেস দ্য সান’
ছবি : টুইটার

বিবৃতিতে কে পপ গ্রুপ ম্যানেজমেন্ট কোম্পানিটি জানিয়েছে, ১৬ আগস্ট লস অ্যাঞ্জেলেসে ডিনোর কোভিড টেস্ট করার পর রিপোর্ট পজিটিভ আসে। কোভিড পজিটিভ হওয়ার পর এখন দলের অন্য সদস্যদের থেকে আলাদা হয়ে ডিনো আছেন স্বেচ্ছা নির্বাসনে। তাঁর শরীরে রোগের মৃদু লক্ষণ আছে বলেও বিবৃতিতে জানানো হয়।
তবে সুখবর হলো, ডিনো ছাড়া দলের অন্য সব সদস্যের কোভিড টেস্টের ফল নেগেটিভ এসেছে।

চলতি বছর ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছে ১৩ সদস্যের ব্যান্ডটি
ছবি : টুইটার

কোভিড পজিটিভ হওয়ায় ১৭ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কনসার্টে দেখা যায়নি ডিনোকে। ১৮ আগস্ট জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ!’-এও অংশ নিতে পারেননি তিনি। একইভাবে তিনি মিস করবেন আজ রাতে হিউস্টনের কনসার্টও।
এ নিয়ে চলতি বছর ব্যান্ডের চার সদস্য কোভিড পজিটিভ হলেন। সামনে শিকাগো, আটলান্টা, নিউইয়র্ক, টরন্টোসহ আরও অনেক শহরে কনসার্টে অংশ নেওয়ার কথা ব্যান্ডটির।

‘সেভেনটিন’–এর সদস্যরা
ছবি : টুইটার

২০১৬ সালের ২৬ মে যাত্রা শুরু করে ‘সেভেনটিন’। তাদের প্রথম এক্সটেনডেন্ট প্লে ‘সেভেনটিন ক্যারট’ মুক্তির পরই তরুণদের মধ্যে সাড়া ফেলে। একই বছর মুক্তি পায় তাদের প্রথম স্টুডিও অ্যালবাম ‘লাভ অ্যান্ড লেটার’।

আরও পড়ুন