ঢাকায় গাইবেন জেমস, একই কনসার্টে থাকছে নতুন ব্যান্ডের সুযোগ

নিউইয়র্কের এক কনসার্টে জেমসছবি: প্রথম আলো

প্রায় দুই মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন রক তারকা জেমস। আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) ‘দ্য স্কুল অব রক-ভলিউম ১’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। এতে ১০টি গান পরিবেশনের কথা রয়েছে তাঁর।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর প্রথম আলোকে জানান, ২ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ফিরে ৫ আগস্ট ঢাকায় একটি কনসার্ট করেছেন। ‘দ্য স্কুল অব রক-ভলিউম ১’ ছাড়াও আগামী সেপ্টেম্বরে জেমসের একাধিক কনসার্ট রয়েছে।

এতে জেমস ছাড়াও ওয়ারফেজ, অ্যাভয়েডরাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভ্যাল, আফটার ম্যাথ, প্লাজমিক নক ও এ কে রাহুলের পরিবেশনা থাকছে।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইটিসি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মারুফা ইয়াসমিন প্রথম আলোকে জানান, এই কনসার্টে নতুন একটি ব্যান্ডকে পরিবেশনার সুযোগ দেওয়া হবে। আগ্রহী ব্যান্ডকে নিজেদের গান জমা দিতে হবে, সেখান থেকে একটি ব্যান্ডকে নির্বাচন করবে ইটিসি ইভেন্টস।

ইতিমধ্যে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন। কাল থেকে কনসার্টের টিকিট ছাড়া হবে। ইটিসি ইভেন্টসের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে।

নগরবাউল জেমস
ছবি: ফেসবুক
আরও পড়ুন