টিএসসিতে সংগীত উৎসব

দলগত পরিবেশনাছবি: দীপু মালাকার

ভাওয়াইয়া, ভাটিয়ালি, ধামাইল, মাইজভান্ডারি, ভাদু-টুসু, বিচ্ছেদীসহ লোকসংস্কৃতির বৈচিত্র্যময় গান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দিনভর সংগীত উৎসব হয়েছে। গত বৃহস্পতিবার উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।

সংগীত বিভাগের চেয়ারম্যান প্রিয়াংকা গোপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এবং ‘এমন মানব জনম আর কি হবে’—লালন সাঁইয়ের দুই গানে উৎসবটি উদ্বোধন করা হয়েছে। উৎসবের প্রতিপাদ্য ছিল ‘ঐতিহ্য ও আধুনিকতায় বাংলার লোকগান’। এতে সংগীত বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় ফুটে উঠেছে বাংলা লোকগানের নানা ধারা। এর মধ্যে হাসন রাজা, জসীমউদ্‌দীন, জালালউদ্দিন খাঁ, শাহ আবদুল করিমের গান পরিবেশন করা হয়ছে। আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় ঐতিহ্যবাহী কবির লড়াই, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় ‘সোনাই মাধব’ পালা মঞ্চস্থ হয়েছে। মানিকগঞ্জের কবিগানের নিত্য গোপাল সরকারের দল পরিবেশন করছেন গ্রাম ও শহরের জীবনযাত্রা বিষয়ে কবির লড়াই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানটি উদ্বোধন করছেন অধ্যাপক ওয়াকিল আহমদ।

আয়োজনে আমন্ত্রিত অতিথিরা
ছবি: প্রথম আলো

সংগীত বিভাগ তার পথচলার ৩০তম বছর পূর্ণ করেছে। বাংলা গানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাউল ও লোকসংগীতশিল্পী সুনীল কর্মকারকে গুণীজন সম্মাননা জানিয়েছে সংগীত বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই উৎসব; যার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিভাগের চেয়ারম্যান প্রিয়াংকা গোপ।

উৎসবে মৌলিক গান ‘জন্মভূমি’–এর মধ্য দিয়ে সংগীত বিভাগের ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ করা হয়েছে। গানটির কথা, সুর ও সংগীত মোহাম্মদ শোয়েব।

আরও পড়ুন