জন লেননের গিটারটি চিলেকোঠায় পড়ে ছিল
অ্যাকুয়াস্টিক গিটারটিতে বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী জন লেননের স্মৃতি জড়িয়ে আছে। ১৯৬৫ সালে প্রকাশিত বিটলস ব্যান্ডের ‘হেল্প’ অ্যালবামে গিটারটি বাজিয়েছিলেন লেনন। এর মধ্যে ছয় দশকের বেশি সময় ধরে গিটারটির কোনো খোঁজ ছিল না।
কিছুদিন আগে যুক্তরাজ্যের একজনের বাসার চিলেকোঠায় লেননের স্মৃতিবিজড়িত গিটারটির খোঁজ পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গিটারটি এক বন্ধুকে উপহার দিয়েছিলেন লেনন। সেই বন্ধু আরেকজনকে উপহার দেন; এভাবে হাত ঘুরে সেই বাসার চিলেকোঠায় গিটারটি পড়ে ছিল। বাসা বদলের সময় গিটারটি বাসার বর্তমান মালিকের নজরে আসে। তবে গিটারটি বাজানোর উপযোগী ছিল না, সেটি মেরামত করা হয়েছে।
মে মাসে গিটারটি নিলামে তুলছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান জুলিয়ান অকশনস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৯ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে গিটারটির নিলাম হবে।
১৯৮০ সালের ৮ ডিসেম্বর তাঁর এক ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যানের গুলিতে মারা যান বিটলসের গায়ক, গীতিকার জন লেনন।