মাইকেল জ্যাকসনের গান গাইছে না বিটিএস

রোববার আইরিশ সান এক প্রতিবেদনে দাবি করছে, আয়ারল্যান্ডের গ্রাউস লজ স্টুডিওতে গানটি রেকর্ড করেছেন বিটিএসের সদস্যরাএক্স থেকে

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত একটি গান গাইছে কে পপ গ্রুপ বিটিএস, এমন একটি খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে আলোচনার মধ্যে গতকাল মঙ্গলবার বিটিএসের মূল প্রতিষ্ঠান হাইব জানিয়েছে, মাইকেল জ্যাকসনের কোনো গান করছে না গ্রুপটি।

গত রোববার আইরিশ সান এক প্রতিবেদনে দাবি করছে, আয়ারল্যান্ডের গ্রাউস লজ স্টুডিওতে গানটি রেকর্ড করেছেন বিটিএসের সদস্যরা। খবরটি প্রকাশ্যে আসার পর আলোচনার ঝড় ওঠে। তবে হাইব বলছে, বিষয়টি সত্যি নয়। স্টুডিওতে বিটিএসের সদস্যরা যাননি, গানও রেকর্ড করেননি। যাঁরা ভুয়া তথ্য ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হাইব।

মাইকেল জ্যাকসন
রয়টার্স

২০০৬ সালে মাইকেল জ্যাকসন পরিবারের সদস্যদের নিয়ে আয়ারল্যান্ডে ছিলেন। তখন গ্রাউস লজ স্টুডিওতে একটি অ্যালবাম রেকর্ড করছিলেন। তবে কাজটা শেষ হওয়ার আগেই তিনি মারা যান।

আইরিশ সানকে দেওয়া সাক্ষাৎকারে গ্রাউস লজ স্টুডিওর কর্ণধার প্যাডি ডানিং দাবি করেছেন, বিটিএস স্টুডিওটি ঘুরে গেছেন, জ্যাকসনের একটি গান রেকর্ডও করেছে। ডানিং আরও বলেন, ট্রিবিউট অ্যালবামটিতে মোট ১০টি গান থাকবে।

‘জ্যাকসনস নেক্সট থ্রিলার’ নামে অ্যালবামটির কাজ শুরু হয়েছে গত বছর। সেটি শিগগিরই মুক্তির কথা রয়েছে। এটির সঙ্গে মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি তথ্যচিত্রও মুক্তি পাবে।

আরও পড়ুন

এর বাইরে নিজেদের নতুন অ্যালবামের কাজ গুছিয়ে নিচ্ছে বিটিএস। গ্রুপের সদস্যেরা লস অ্যাঞ্জেলসে গান রেকর্ড করছেন। আগামী বছরের মার্চে অ্যালবামটি প্রকাশ পেতে পারে। ২০২২ সালের জুনে সর্বশেষ অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছেন গ্রুপটি।

বিটিএসের সাত সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন। একসঙ্গে ফেরার অপেক্ষায় রয়েছেন গ্রুপের সাত সদস্য।

আরও পড়ুন