গায়ক আকবরের অবস্থা সংকটাপন্ন, আইসিইউতে ভর্তি

গায়ক আকবরছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ গায়ক আকবর। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে যাওয়া হয়নি। আজ হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয় বেসরকারি এক হাসপাতালে। এখন তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। তাঁর স্ত্রী কানিজ ফাতেমা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে এলে তাঁকে আইসিইউতে ভর্তি করে নেয়। তাঁর অবস্থা এখন অনেক ক্রিটিক্যাল।’

আকবর ডায়াবেটিসে ভুগছেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়।

পিজি হাসপাতালের বিছানায় গায়ক আকবর
ফাইল ছবি

অনেক দিন ধরেই চলছে তাঁর চিকিৎসা। তাঁর দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তাঁর ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তাঁর কিডনি ও লিভারের সমস্যা।
এ জন্য তাঁকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

আকবর
ছবি: সংগৃহীত

কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাঁকে আলোচনায় নিয়ে আসে।

এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাঁকে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন।
গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।