চার দশকে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী মিউজিক্যাল ফিল্ম ‘দ্য ওয়াল’

‘পিঙ্ক ফ্লয়েড: দ্য ওয়াল’-এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

১৯৭৯ সালে মুক্তি পায় পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী অ্যালবাম ‘দ্য ওয়াল’। দ্রুতই হয়ে ওঠে দুনিয়ার অন্যতম জনপ্রিয় অ্যালবাম। পরে বিভিন্ন সমালোচকের বিচারে সর্বকালের সেরা অ্যালবামের তালিকায় জায়গা পায় ‘দ্য ওয়াল’। অ্যালবামটি মুক্তির তিন বছর পর ১৯৮২ সালে মুক্তি পায় ‘পিঙ্ক ফ্লয়েড: দ্য ওয়াল’। ‘দ্য ওয়াল’ অবলম্বনে নির্মিত হয়েছিল মিউজিক্যাল ফিল্ম। মূল অ্যালবামের মতোই এটিও ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। হয়ে ওঠে পপ কালচারের অন্যতম অনুষঙ্গ। চলতি বছর আলোচিত মিউজিক্যালটির চার দশক পূর্ণ হয়েছে।


যদিও অ্যালবামটির ওপর ভিত্তি করেই ‘পিঙ্ক ফ্লয়েড: দ্য ওয়াল’ তৈরি হয়েছে। তবে মূল অ্যালবামটির আগে এটির আসলে সিনেমাই হওয়ার কথা ছিল। শুরুতে পরিকল্পনা ছিল, ব্যান্ডের কনসার্টের ফুটেজ নিয়ে তৈরি হবে ছবিটি। তবে ‘পিঙ্ক ফ্লয়েড: দ্য ওয়াল’ হওয়ার কৃতিত্ব নির্মাতা অ্যালান পার্কারের। ব্যান্ডের পাঁড় ভক্ত ছিলেন এই নির্মাতা। তিনিই প্রস্তাব দেন অ্যালবামটির চলচ্চিত্রায়ণের।

‘পিঙ্ক ফ্লয়েড: দ্য ওয়াল’-এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

পার্কারের প্রস্তাব ছিল, তিনি ছবিটি প্রযোজনা করবেন। পরিচালক হিসেবে জেরাল্ড স্কার্ফকে নেওয়ার পরামর্শ দেন। পার্কার অনেকবারই এই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান। মনে করা হয়, ওয়াটার্সের সঙ্গে ইগোর সংঘাতই এর জন্য দায়ী। পরে অবশ্য তিনিই পরিচালনা করেন। লাইভ অ্যাকশন ও অ্যানিমেশনের মিশ্রণে তৈরি হয় সিনেমাটি। অ্যানিমেশন পরিচালনার ভার ছিল জেরাল্ড স্কার্ফের ওপর।


ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আইরিশ গায়ক ও অভিনেতা বব গেল্ডোফ। তবে ছবিটিতে অভিনয় নিয়ে মোটেও আগ্রহী ছিলেন না তিনি। নিজের আত্মজীবনীতে পরে লিখেছেন, ছবির প্রস্তাব যখন পান, তখন তিনি ছিলেন ট্যাক্সিতে। প্রস্তাব পাওয়ামাত্রই নাকচ করে দেন তিনি। কারণ, পিঙ্ক ফ্লয়েডের গান ভালো লাগত না তাঁর। কিন্তু ঘটনাক্রমে তাঁকেই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে হয়। তবে অভিনেতার যে পিঙ্ক ফ্লয়েডকে ভালো লাগত না, সেটা জেনে গিয়েছিলেন ব্যান্ডের অন্যতম কান্ডারি রজার ওয়াটার্স। কারণ, প্রস্তাব পাওয়ার সময় অভিনেতা যে ট্যাক্সিতে যাচ্ছিলেন, সেটার চালক ছিলেন ওয়াটার্সের ভাই!

১৯৮২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ছবিটির। প্রথম অফিশিয়াল প্রিমিয়ার হয় লন্ডনে, ১৯৮২–এর ১৪ জুলাই। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন রজার ওয়াটার্স, ডেভিড গিলমোর নিক মেসন। ছিলেন না কেবল রিচার্ড রাইট। এর আগেই ব্যান্ড থেকে বেরিয়ে গেছেন তিনি। তবে ছবি দেখার পর পিঙ্ক ফ্লয়েডের সদস্যদের মন ভরেনি। ওয়াটার্সের কাছে মনে হয়েছে, ছবিটি দেখে দর্শকেরা হতাশগ্রস্ত হয়ে পড়বেন। কিন্তু তাঁর ধারণা সত্যি হয়নি।

‘পিঙ্ক ফ্লয়েড: দ্য ওয়াল’-এর পোস্টার
ছবি : সংগৃহীত

দর্শক–সমালোচক ব্যাপকভাবে গ্রহণ করেন ছবিটিকে, যা নির্মাতা, ব্যান্ডের সদস্য সবাইকে অবাক করেছিল। প্রখ্যাত সমালোচক রজার ইবার্টও তাঁর সেরা ১০০ ছবির তালিকায় ‘পিঙ্ক ফ্লয়েড: দ্য ওয়াল’কে রেখেছেন।


ছবিটির নির্মাণপ্রক্রিয়া নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি হয়, যা ১৯৮২ সালেই এমটিভিতে দেখানো হয়। এ ছাড়া ১৯৯৯ সালে মুক্তি পায় আরেকটি তথ্যচিত্র।

আরও পড়ুন