আবারও ‘বৈষ্টমী রকফেস্ট’

গত বছর থেকে কনসার্টটি আয়োজন করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘বৈষ্টমী’আয়োজকের সৌজন্যে

আবারও শুরু হতে যাচ্ছে ‘বৈষ্টমী রকফেস্ট’। আগামী শুক্রবার রাজধানীর পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে অ্যান্ড আর্ট স্পেসে কনসার্টটি আয়োজন করা হচ্ছে।

গত বছর থেকে কনসার্টটি আয়োজন করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘বৈষ্টমী’। বৈষ্টমী জানিয়েছে, প্রতিবারের মতো এবারের কনসার্টেও নতুন ও পুরোনো প্রজন্মের ব্যান্ডের সমন্বয় থাকছে।

এবারের কনসার্টে পারফর্ম করবে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘সিম্ফনি’, হালের আলোচিত হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’। আরও থাকছে নারীদের ব্যান্ড ‘এফ মাইনর’, গাইবেন রক ও থ্রাসমেটাল গায়ক কে এইচ এন।

বৈষ্টমীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আয়শা এরিন বলেন, ‘গত বছর রাজধানীসহ আটটি বিভাগে কনসার্ট আয়োজনের স্বপ্ন ছিল। পরপর দুই মাসে দুটি কনসার্ট আয়োজনের পরই দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটে গেল। আশা করি, গত বছরের অপূর্ণতা এবার আর থাকবে না।’

বৈষ্টমী জানায়, পরের কনসার্টটি হবে আগামী ১২ জুলাই। এদিন পারফর্ম করার কথা রয়েছে ভাইকিংস, আর্টসেল ও তরুণ প্রজন্মের আরেকটি ব্যান্ডের। ২৬ জুলাই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বৈষ্টমী। তবে তা চমক হিসেবেই রাখতে চায় তারা।

আরও পড়ুন

এর আগে এ আয়োজনে পারফর্ম করে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজানের নতুন ব্যান্ড এমএনএম, আর্ক, বাংলা ফাইভ, হাইওয়ে। বৈষ্টমীর প্রতিটি কনসার্টেই পারফর্ম করছেন হার্ড রক গায়ক কে এইচ এন।

কনসার্টের ইভেন্ট পার্টনার ইস্টিশন কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুদ্র হক জানান, ইতিমধ্যেই সব আয়োজন সম্পন্ন হয়েছে। বিকেল ৫টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিট পাওয়া যাচ্ছে গেটসেটরকের ওয়েবসাইটে। তা ছাড়া ভেন্যুতেও টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শক।