৮৫ পেরিয়ে সৈয়দ আব্দুল হাদী

সৈয়দ আব্দুল হাদী

৮৫ পার করে আজ মঙ্গলবার ৮৬ বছরে পা রাখলেন সৈয়দ আব্দুল হাদী। সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রে মেয়ের কাছে গেছেন এই বরেণ্য শিল্পী। জন্মদিন বিষয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘দেখতে দেখতে জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। জীবনকে যখন যেভাবে পেয়েছি, সেভাবেই মূল্যায়ন করার চেষ্টা করেছি। আমি কখনো বড় আয়োজনে নিজের জন্মদিন পালন করিনি। এটা আমার পছন্দও না। যা হয় তা ছোট পরিসরে, ঘরোয়া আয়োজন।’

মেরিল–প্রথম আলো পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার হাতে সৈয়দ আব্দুল হাদী
ছবি: প্রথম আলো

অনেক দিন পর চ্যানেল আইয়ের উদ্যোগে গত এপ্রিলে সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে প্রকাশিত হয় নতুন চারটি গান। গানগুলো প্রকাশ উপলক্ষে ‘জীবনের গান’ শিরোনামে একটি অনুষ্ঠানে অংশ নেন সৈয়দ আব্দুল হাদী। যে অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।

গানগুলো নিয়ে সৈয়দ আব্দুল হাদী তখন বলেছিলেন, ‘আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম আর নতুন গান করব না। কিন্তু চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর, আজম বাবু আমাকে অনেকটা জোর করেই গাওয়ায়। আমার প্রতি তাদের আন্তরিকতার কারণেই না করতে পারিনি। তা ছাড়া মোহাম্মদ রফিকউজ্জামানের সঙ্গে আমার ৬০ বছরের বন্ধুত্ব। কিছুদিন আগেই তার পাঠানো একটি গান আমার মনে লাগল। যেহেতু আমরা সমবয়সী, জীবনের ব্যাপারে আমাদের আবেগ–অনুভূতি বলা যায় একই রকম। সে কারণে ইচ্ছে হলো গানটা গাই।’

জন্মদিন উপলক্ষে আজ চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু অনুষ্ঠানের বিশেষ পর্ব প্রচারিত হবে। আয়োজনে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী গানগুলো নতুনভাবে পরিবেশন করবেন এ প্রজন্মের সংগীতশিল্পী মহারাজা, আলাউদ্দিন ও শানু। সেই সঙ্গে প্রচারিত হবে শিল্পীর জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্য তথ্যচিত্র এবং বিভিন্ন গুণগ্রাহীর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা।

স্ত্রী ফখরুন্নাহার ও সৈয়দ আব্দুল হাদী
ছবি : প্রথম আলো

১৯৪০ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন সৈয়দ আব্দুল হাদী। ছয় দশকের বেশি সময় ধরে তার অসাধারণ কণ্ঠ বাংলা গানকে সমৃদ্ধ করে চলেছে। ‘এমনও তো প্রেম হয়’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথি’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, কিংবা ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ এমন অনেক কালজয়ী গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী। ছয় দশকের বেশি সময়ের সংগীতজীবনে পাঁচবার শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ২০০০ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। ২০২৪ সালের মেরিল–প্রথম আলো পুরস্কার আসরে আজীবন সম্মাননা পেয়েছেন এই বরেণ্য সংগীতশিল্পী।