আরবোভাইরাসের নতুন গানে চমক থাকছে

আরবোভাইরাস ব্যান্ডের সদস্যেরাছবি: আরবোভাইরাসের সৌজন্যে

চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আরবোভাইরাস’–এর তৃতীয় গান ‘ইন্দ্রিয়’ নিয়ে আসছে হার্ড রক ব্যান্ড আরবোভাইরাস। আজ রোববার রাত ১১টার দিকে ব্যান্ডের ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হবে।

‘রিপাবলিক অব আরবোভাইরাস’ অ্যালবামের তৃতীয় গান ‘ইন্দ্রিয়’
ছবি: আরবোভাইরাসের সৌজন্যে

ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সুহার্তো শেরিফ আজ রাতে প্রথম আলোকে জানান, এই গানের মধ্য দিয়ে ভোকালিস্ট হিসেবে আত্মপ্রকাশ করছেন মুনতাসির মামুন। অল্টারনেটিভ রক ধাঁচের গানটির কথা ও সুর করেছেন তিনি। ‘ইন্দিয়’ রেকর্ড, মিক্স ও মাস্টার করেছেন সুহার্তো শেরিফ।
২০২১ সালে গিটারিস্ট ও গীতিকার হিসেবে আরবোভাইরাসে যোগ দেন মুনতাসির মামুন, এবারই প্রথমবার কণ্ঠে পাওয়া যাবে তাঁকে। এখন থেকে নিয়মিত তাঁর কণ্ঠ শোনা যাবে, সঙ্গে ভোকালিস্ট হিসেবে শাহান কামাল আছেন।

সুহার্তো শেরিফ জানান, গানটির মিউজিক ভিডিওর কাজ চলছে, ঈদের আগে কিংবা পরে মিউজিক ভিডিও প্রকাশিত হবে।
এই অ্যালবামের এটি তৃতীয় গান। এর আগে ‘অনুভূতি’ ও ‘অবাস্তব’ শিরোনামে দুটি গান প্রকাশিত হয়েছে। অ্যালবামে আটটি গান থাকবে। চতুর্থ গান আসবে এপ্রিলে। চলতি বছরের আগস্টে বাকি গান আসবে।

আরবোভাইরাসে বর্তমান লাইনআপে সুহার্তো শেরিফ, মুনতাসির মামুন, শাহান কামাল ছাড়াও আছেন সায়েমুল ইসলাম (ড্রামার), শামস আলিম বিশ্বাস (বেজিস্ট) ও নিলয় বিশ্বাস (ম্যানেজার)।

আরও পড়ুন