কেউ ২০টি, কেউ ২টি গান নিয়ে প্রস্তুত

ঈদ সামনে রেখে বদলে গেছে বিনোদন অঙ্গন। এ সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। কনসার্ট বা গানের আসরও কমে গেছে। সংগীতশিল্পীরা এখন স্টুডিওমুখী। ঈদ সামনে রেখে নতুন নতুন গান করছেন। সব মিলিয়ে সংগীতশিল্পীদের অন্য রকম ব্যস্ততার আমেজে কাটছে দিনগুলো। অন্যদিকে মঞ্চনাটকের মঞ্চায়ন কমতে শুরু করেছে। নেই ঈদের আমেজ।

জয় বাংলা কনসার্টে গাইছেন চিরকুটের সুমী
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

রোজার আগেও সংগীতশিল্পী মমতাজ, তাহসান, ইমরান, কনা, কোনাল, সালমা প্রমুখ শিল্পী এবং গানের দল চিরকুট, আর্টসেলসহ একাধিক ব্যান্ড টানা কনসার্টে ব্যস্ত ছিল। কিন্তু রোজার মাসে কনসার্ট হয় না। তবে এ সময় স্টেজ শো বন্ধ থাকলেও স্টুডিওতে পুরো ব্যস্ত শিল্পীরা। থাকে ঈদের গানে কণ্ঠ দেওয়া ও মিউজিক ভিডিওতে অংশ নেওয়াসহ নানা ব্যস্ততা। ঈদের গানগুলোতে কোনো ছাড় দিতে চান না। যে কারণে গানের পেছনে মাসজুড়ে টানা সময় দেন।

গায়ক ইমরান মাহমুদুল জানান, রোজার শুরু থেকেই স্টুডিওতে ব্যস্ত তিনি। ঈদে একদিকে যেমন অডিও গান আসছে, তেমনি একাধিক সিনেমার গানও মুক্তি পেতে পারে।

গায়ক ইমরান মাহমুদুল
ছবি: সংগৃহীত

তিনি বলেন, ঈদের অনেক গান প্রস্তুত থাকবে। কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে, সেটার ওপর নির্ভর করছে গানের সংখ্যা। ঈদের গানগুলো নিয়ে ভক্তদের আগ্রহ থাকে। তাঁদের জন্য দুইটা গান মুক্তি পেলেই বেস্ট। অনেক গান মুক্তি পেলে শ্রোতারা কনফিউজড হয়ে যান।

শুধু ইমরানই নন। বেশির ভাগ সংগীতশিল্পীই এখন ঈদের কাজগুলো নিয়ে ব্যস্ত হচ্ছেন। বড় এই উৎসবে একাধিক গান নিয়ে আসেন কেউ কেউ। তাঁদের মধ্যে ২০টির মতো গান নিয়ে আসছেন সালমা।

সম্প্রতি নতুন গানের রেকর্ডিং করেছেন সংগীতশিল্পী সালমা। ছবি: ফেসবুক থেকে

গত মাসে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও এখন নিয়মিত স্টুডিওমুখী তিনি। সালমা বলেন, ‘এখন টানা ঈদের গান নিয়ে ব্যস্ত থাকব। এবার গানের সংখ্যা বাড়বে। আর এক সপ্তাহ গেলে সব ফাইনাল হবে। তবে ২০টি গান হলেও এবার ব্যতিক্রমী কিছু গান পাবেন আমার দর্শকেরা। কিছু গান আগেই করে রাখা।’ এমন আরও বেশ কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, কেউ দুটি আবার কেউ আরও বেশ কিছু গান নিয়ে ঈদের প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে গত শুক্রবার থেকে শিল্পকলা একাডেমিসহ রাজধানীর অন্য মঞ্চগুলোতে নাটকের নিয়মিত মঞ্চায়ন কমে গেছে। সন্ধ্যার পর নাট্যকর্মীদের অনেককে শিল্পকলা একাডেমি চত্বরে, গেটের বাইরে আড্ডা দিতে দেখা গেছে।

ম্যাকবেথ নাটকের একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

একাধিক নাট্যকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দর্শকের উপস্থিতির বিবেচনায় দলগুলো রমজানের শুরুতে তেমন একটা নাটকের প্রদর্শনী রাখে না। যদিও এবার ব্যতিক্রম ঘটেছে কিছুটা। ‘বিশ্ব মূকাভিনয় দিবস-২০২৩’ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটারে নাট্যসংগঠন স্বপ্নদল মঞ্চস্থ করে মূকনাট্য ‘ম্যাকবেথ’। গতকাল সোমবার ছিল বিশ্ব নাট্য দিবসের আয়োজন। তবে সব মিলিয়ে মঞ্চ নাটকের অঙ্গনে কলাকুশলীদের তেমন ঈদের আমেজ থাকে না। ঈদের পরে তাঁরা আবার মঞ্চায়নে ফেরেন।