অ্যালবাম নয়, প্রথম একক গান নিয়ে আসছেন জাংকুক

জাংকুকছবি: বিগহিট মিউজিক

অ্যালবাম নয়, ‘সেভেন’ শিরোনামে নিজের প্রথম একক গান নিয়ে আসছেন বিটিএস তারকা জাংকুক। ১৪ জুলাই বেলা একটায় গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছে বিগহিট মিউজিক। খবর বার্তা সংস্থা ইয়োনহ্যাপের

মাসখানেক আগে কোরীয় সংবাদমাধ্যম স্পোর্টস চোসানের এক প্রতিবেদনে দাবি করা হয়, ১৪ জুলাই জাংকুকের প্রথম অ্যালবাম প্রকাশিত হবে। ‍গত শুক্রবার বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, আপাতত একক গান নিয়ে আসছেন তিনি।
গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।

গানের নাম প্রকাশ করা হয়েছে শুক্রবার
ছবি: বিগহিট মিউজিক

গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক, সেটিই ছিল বিটিএসের বাইরে তাঁর প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ডের সদস্যেরা। বিরতির মধ্যে এর আগে জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগাকে একক গানে পাওয়া গেছে। বিটিএসের ষষ্ঠতম সদস্য হিসেবে একক গানে অভিষেক ঘটছে জাংকুকের।

গত বছরের জুলাইয়ে জে-হোপ প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম, ‘জ্যাক ইন দ্য বক্স’, ডিসেম্বরে আরএম প্রকাশ করেন ‘ইন্ডিগো’। চলতি বছরের মার্চে জিমিনের প্রথম একক অ্যালবাম ‘ফেস’ ও এপ্রিলে প্রকাশ হয়েছে সুগার একক অ্যালবাম ‘ডি-ডে’।
গত জুনে এক দশক পূর্ণ করেছে বিটিএস। দশক পূর্তিতে বিরতি ভেঙে বিটিএসের সদস্যরা ‘টেক টু’ শিরোনামে একটি দলীয় গান প্রকাশ করেছে। বিটিএসের কনিষ্ঠতম সদস্য হিসেবে ২০১৩ সালে ব্যান্ডটিতে যোগ দেন জাংকুক।

আরও পড়ুন