শাফিনের জন্য গাইবে তাঁর ছেলে ও ৫ ব্যান্ড
মাত্র ৬৩ বছর বয়সে গত বছরের জুলাইয়ে মারা যান শাফিন আহমেদ। মৃত্যুর ঠিক কয়েক মাস আগে ১৪ ফেব্রুয়ারির জন্মদিন দারুণভাবে উদ্যাপন করেছিলেন এই ব্যান্ড তারকা। প্রকাশিত হয়েছিল তাঁর আত্মজীবনীমূলক বই। এক দিন আগেই এবার প্রয়াত এই ব্যান্ড তারকার জন্মদিন উদ্যাপনের উদ্যোগ নিয়েছেন তাঁরই বড় ভাই হামিন আহমেদ ও শাফিনের তিন সন্তান। ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের অনুষ্ঠানে শাফিন আহমেদের সুর করা গান গাইবে মাইলসসহ দেশের আরও চারটি ব্যান্ড।
হামিন আহমেদ জানান, অনুষ্ঠানে ফিডব্যাক গাইবে ‘পাতা ঝরে যায়’, ‘ভালোবেসো না’; দলছুট গাইবে ‘ভুলব না তোমাকে’, ‘আর কতকাল খুঁজব তোমায়’; আর্টসেল গাইবে ‘পাহাড়ি মেয়ে’, ‘সে কোন দরদিয়া’; অ্যাভয়েড রাফা গাইবে ‘পলাশীর প্রান্তর’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’। আর মাইলস এদিন গাইবে ‘চাঁদতারা’, ‘ফিরিয়ে দাও’, ‘গুঞ্জন শুনি’, ‘হ্যালো ঢাকা’, ‘প্রথম প্রেমের মতো’। হামিন বলেন, ‘আমরা “ফিরিয়ে দাও” গানের একটা চমৎকার পরিবেশনার পরিকল্পনা করেছি। এই পরিবেশনার সময় শাফিন আহমেদও মঞ্চে থাকবে, তবে কীভাবে থাকবে, তা এই মুহূর্তে বলতে চাইছি না। অনুষ্ঠানে যাঁরা আসবেন, সামনাসামনি দেখুক।’ অনুষ্ঠানে ‘জাদু’ গানটি গাইবেন শাফিন আহমেদের সন্তান আজরাফ রাকিন।
আয়োজন নিয়ে হামিন আহমেদ বলেন, ‘শাফিনের সংগীতজীবনের যে জার্নি, এই অনুষ্ঠানে তা একনজর দেখতে পাব। এতে আগত অতিথিরা তাঁর ব্যক্তিজীবন ও সংগীতজীবনের নানা দিক সম্পর্কে জানতে পারবেন। আমরা ১৮ মিনিটের একটা তথ্যচিত্রও বানিয়েছি। তাঁর ব্যবহৃত গিটারের প্রদর্শনী, পেপার কাটিং এবং উল্লেখযোগ্য এমন কিছু রাখা হবে, যার মাধ্যমে জানা যাবে শাফিনের সংগীতের ভ্রমণটা কেমন ছিল।’
জানা গেছে, সন্ধ্যা ছয়টা থেকে অনুষ্ঠান শুরু হবে। মূল মঞ্চের বাইরে থাকবে আলাদা আরেকটি মঞ্চ। সেই মঞ্চ সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ শাফিন আহমেদের গান গাইতে চাইলে, সুযোগ পাবেন। আর মিলনায়তনের প্রবেশমুখে শাফিন আহমেদ নামের একটা কর্নার থাকবে। আরেক কর্নারে মাইলস ব্যান্ডের ৩৮ ও ৪০ বছর পূর্তির নানা দিক নিয়ে প্রদর্শনী থাকবে। শাফিন আহমেদের এই আয়োজনে বামবা সদস্যরাও থাকবে। তারা প্রয়াত এই ব্যান্ড তারকাকে নিয়ে কথাবার্তাও বলবে।
এই উদ্যোগে হামিন আহমেদের সঙ্গে আছেন শাফিনের তিন সন্তান আয়সার রেহান, আজরাফ রাকিন ও রায়হান দৌলা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আছে ইয়ামাহা।