চমকে দিলেন অন্তঃসত্ত্বা রিয়ানা

মেট গালায় রিয়ানা। রয়টার্স

মেট গালার সব আলো যেন নিজের দিকে টেনে নিলেন রিয়ানা। কে কী পরে এসেছেন, এসব ভালো করে দেখে ওঠার আগেই আলোকচিত্রীরা আবিষ্কার করেন অন্তঃসত্ত্বা ক্যারিবিয়ান গায়িকাকে। তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। রিয়ানার অন্তঃসত্ত্বার খবর জানা গেল আজকের মেট গালার আসরেই। খবর বিবিসির

২০২০ সাল থেকে প্রেম করছেন সংগীত দুনিয়ার দুই তারকা এসাপ রকি ও রিয়ানা। ২০২১ সালে সম্পর্কের কথা নিশ্চিত করেন  ক্যারিবিয়ান গায়িকা। জানিয়েছিলেন, তিনি মা হতে চান।

মেট গালায় রিয়ানা। রয়টার্স

২০২২ সালে প্রথম সন্তানের জন্ম দেন রিয়ানা, ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান। দ্বিতীয় সন্তান জন্মদানের আগে অন্তঃসত্ত্বা অবস্থায় সুপার বৌলে পারফর্ম করে হইচই ফেলে দিয়েছিলেন রিয়ানা। তৃতীয় সন্তান গর্ভে নিয়ে হাজির হলেন মেট গালায়।
৩৭ বছর বয়সী গায়িকা এবার মেট গালায় এসেছিলেন আপাদমস্তক কালো পোশাকে।

র‍্যাপার এসাপ রকি। রয়টার্স

সঙ্গে ছিলেন তাঁর সঙ্গী এসাপ রকি। তিনি এসেছিলেন কালো পোশাকে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মনে হলো সবাইকে জানানো দরকার, আমরা প্রস্তুত (তৃতীয় সন্তানের জন্য) হচ্ছি।’

রিয়ানা মেট গালায় হাজির হওয়ার পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এর পর থেকেই রকি ও রিয়ানা ভাসতে থাকেন অভিনন্দনের জোয়ারে। লালগালিচায় আলোকচিত্রীদের উদ্দেশে অভিনন্দনের জবাবে বারবার ধন্যবাদ বলতে শোনা যায় তাঁকে। তিনি আরও বলেন, ‘সবাই আমাদের যেভাবে শুভকামনা জানাচ্ছেন, সেটা দেখে ভালো লাগছে।’

আরও পড়ুন