বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকায় প্রথমবার

মাত্র সাত বছরের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জেনি। প্রথমবারের মতো একক গানের শিল্পী হিসেবে বিলবোর্ডের ‘হট ১০০’ গানের তালিকায় নাম উঠেছে জেনির।
১ / ৫
ব্ল্যাকপিংকের সদস্য হিসেবে বিলবোর্ডের তালিকায় বহুবার জেনির নাম উঠেছে। তবে একক গানের শিল্পী হিসেবে ‘ওয়ান অব দ্য গার্লস’ গানের জন্য প্রথমবারের মতো বিলবোর্ডের ‘হট ১০০’ গানের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি
ছবি: জেনির ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
যুক্তরাষ্ট্রের টিভি ধারাবাহিক ‘দ্য আইডল’-এর গানটি গত ৮ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। জেনি ছাড়াও এই গানে কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড, যুক্তরাষ্ট্রের গায়িকা লিলি রোজ ডেপও কণ্ঠ দিয়েছেন
ছবি: জেনির ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
ব্ল্যাকপিংকের পাশাপাশি একক গানে মনোযোগ দিতে ‘অড এটলিয়ার’ নামে একটি রেকর্ড লেবেল দিয়েছেন জেনি
ছবি: জেনির ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি
ছবি: জেনির ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়া ফিরে আসেন জেনি, ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে
ছবি: এলে ম্যাগাজিন
আরও পড়ুন