‘আপনার গান শুনে হু হু করে কেঁদে বুক ভাসিয়েছি’

মনির খান ও ইমন খান। ছবি: ইমনের সৌজন্যে

গায়ক ইমন খান ২০০০ সাল–পরবর্তী গান শেখার অনুপ্রেরণা পেতেন আরেক গায়ক মনির খানের গান শুনে। প্রিয় গায়কের কোনো অ্যালবাম প্রকাশ পেলেই সেটা সঙ্গে সঙ্গে সংগ্রহ করা ছিল দীর্ঘদিনের অভ্যাস। ক্যারিয়ারের শুরুতে বছরের পর বছর প্রিয় গায়কের গান শুনেই গানের দীক্ষা পেয়েছেন ইমন। সংগীতের শিক্ষা হিসেবে নিতেন তাঁর গানগুলো। শুধু তা–ই নয়, গানের জগতে মনির খানকে গুরু মানেন ‘আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’ খ্যাত এই গায়ক। সেই প্রিয় গায়কের জন্মদিন ছিল গতকাল। ইমন লিখেছেন, ‘শুভ জন্মদিন গুরুজি, আপনার গান শুনে মনের অজান্তে হু হু করে কেঁদে বুক ভাসিয়েছি।’

মনির খান ও ইমন খান। ছবি: ইমনের সৌজন্যে

ইমন জানান, তখন নিয়মিত গান শিখতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বেশির ভাগ সময়ই মনির খানের গান শুনে তাঁর সময় কাটত। ইমন জানান, মনির খানের গাওয়া ‘তোমার কোনো দোষ নাই, আমারি তো দোষ’, ‘সুখে থাকা হলো না আমার’, ‘বিধি আমার এ চোখ অন্ধ করে দাও’, ‘খাঁচা ছেড়ে যায় রে পাখি’ এমন বহু গান তাঁকে শিল্পী বানিয়েছেন।

ইমন বলেন, ‘মনির খান ভাইয়ের গান শৈশব থেকেই আমার খুবই পছন্দ। আমি তাঁর গানগুলোকে এখনো পছন্দ করি, মনে লালন করি। দিন নেই রাত নেই, সব সময় মনির ভাইয়ের গান শুনতাম। তাঁর গানই আমাকে সংগীত অঙ্গনে বেড়ে উঠতে সহায়তা করেছে। মনে হয়েছেন আমিও ভালো গান করব। দর্শকদের কাছে মনির খানের মতো গান দিয়ে পৌঁছাব। পরে সেটাই পেয়েছি।’

গতকাল ছিল মনির খানের জন্মদিন
ছবি : মনির খানের সৌজন্যে

ইমন মনে করেন, মনির খানের গানের কথাগুলো তাঁর জীবনের সঙ্গে মিলে যেত। গানগুলো শুনে বেশির সময় ইমোশনাল হয়ে যেতেন। ‘ভাইয়ের গান শুনে মনের অজান্তেই বহুবার কেঁদেছি। আমাদের সময়ের বহু তরুণকে দেখেছি মনির খানের গান শুনে কাঁদতে। সেই মানুষটা ছিল আমার পছন্দের ব্যক্তি। আমি গানে আসার আগে দীর্ঘ সময় পর্যন্ত ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। এমন মনে হতো ভাইয়ের সঙ্গে দেখা হলে জীবনটা সার্থক’, বলেন ইমন।

সিরাজগঞ্জের ছেলে ইমন একদিন মগবাজার এলাকায় এসেছিলেন ইমন। সেদিন হঠাৎই দেখা হয়ে যায় মনির খানের সঙ্গে। এই গায়ক পরিবারসহ কোথায় যাচ্ছিলেন। কিন্তু প্রিয় গায়ক, গুরুকে কাছে পেয়ে দেখা করতে দেরি করেননি ইমন। সঙ্গে সঙ্গে তিনি চলে যান দেখা করতে। তখন ইমনের কোনো গানের অ্যালবাম বের হয়নি।

সংগীতশিল্পী ইমন খান। ছবি: ফেসবুক থেকে

ইমন বলেন, ‘ভাইয়ের সঙ্গে দেখা হতেই জানালাম তাঁর গান পছন্দের কথা। প্রথম দিন তিনি আমাকে আশীর্বাদ করলেন। পরে আসতে বললেন একদিন। সেই আগের মতো ভালোবাসা এখনো রয়ে গেছে। তিনি এখনো আমাকে আদর, স্নেহ করেন। পরে ২০০৮ সালে প্রকাশ পায় আমার ‘আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’ গানটির অ্যালবাম। এর পর থেকে মনির খান ভাইয়ের সঙ্গে আরও বেশি যোগাযোগ হতে থাকে। একই রকম স্নেহ সব সময় পেয়েছি তাঁর কাছ থেকে।’

দীর্ঘ ক্যারিয়ারে তাঁদের নিয়মিত দেখা, গান নিয়ে আড্ডা হলেও একসঙ্গে তাঁদের কোনো গান করা হয়নি। ইমন জানান, শিগগির বড় একটি প্ল্যাটফর্ম থেকে তাঁদের গান আসার কথা রয়েছে। সেটা ঘটা করেই জানাতে চান। গুরু–শিষ্যকে ঘিরেই থাকবে এই গান।
সবশেষে ইমন বললেন, ‘তিনি আমার প্রিয় মানুষ। আজ আমি যখন তাঁকে নিয়ে স্ট্যাটাস লিখলাম, পরে দেখি ভাই সেটা শেয়ার করেছেন। আমাকে ধন্যবাদ দিয়েছেন। ভাই আমাকে নিয়ে দুই লাইন লিখেছেন, এটাই আমার সেরা প্রাপ্তি। ভাইয়ের জন্য সব সময় ভালোবাসা।’

আরও পড়ুন