এবিসিতে জয়ীতার ‘পশ্চিমের রবি’

জয়ীতা তালুকদার ও মৌসুমী মৌ। ছবি: প্রথম আলো

পাশ্চাত্য, খেয়াল, প্রাদেশিক ও লোকগানের প্রভাব বা অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বেশ কিছু গান, যেগুলো ‘ভাঙা গান’ নামে পরিচিত। পাশ্চাত্য গানের অনুপ্রেরণায় রচিত রবীন্দ্রনাথের ভাঙা গান নিয়ে এবিসি রেডিও ‘পশ্চিমের রবি’ শিরোনামে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আইসিসিআর স্কলার জয়ীতা তালুকদার। জয়ীতা রবীন্দ্রসংগীত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি স্নাতক ও স্নাতকোত্তর দুটিতেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন।

জয়ীতা তালুকদার। ছবি: প্রথম আলো

ধারনকৃত অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ ২৪ অক্টোবর রাত ৯টায়। অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাবেন abcradio fm89.2 ফ্রিকোয়েন্সি এবং এবিসি রেডিওর অফিসিয়াল ফেসবুক পেজে (www.fb.com/abcradiofm89.2)।

অনুষ্ঠানে প্রতিটি গান ইংরেজি ও বাংলা দুই ভাষায় গাওয়া হয়েছে। ‘পশ্চিমের রবি’ অনুষ্ঠানে জয়ীতা গেয়েছেন: Ye banks and braes (ফুলে ফুলে ঢলে ঢলে), Drink to me only (কতবার ভেবেছিনু), Nancy Lee (কালী কালী বলো রে আজ), Robin Adair (সকলি ফুরালো স্বপনপ্রায়), Auld lang syne (পুরানো সেই দিনের কথা)।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মৌসুমী মৌ এবং প্রযোজনা করেন এবিসি রেডিওর নির্বাহী প্রযোজক সাগর শাহরিয়ার।