ছবিতে জমজমাট কোক স্টুডিও বাংলা কনসার্ট

বছর ঘুরে আবারও ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট। জমকালো এই আসরে কোক স্টুডিও বাংলার শিল্পীরা গেয়েছেন। কনসার্ট ঘিরে শ্রোতাদের আগ্রহ ছিল তুঙ্গে। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। জাহিদুল করিমের তোলা ছবিতে একনজরে দেখে নেওয়া যাক কনসার্টে কিছু মুহূর্ত।
১ / ১৩
ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট শুরু হয় গানের প্ল্যাটফর্ম হাতিরপুল সেশনস দিয়ে। ‘সেই পাখিটা’ দিয়ে পরিবেশনা শুরু করে প্ল্যাটফর্মটি।
২ / ১৩
কোক স্টুডিও বাংলায় গাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গানের সংগীত পরিচালনার দায়িত্ব ছিলেন অর্ণব। এই আয়োজনে ছিলেন অর্ণবের সংগীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েকও। গতকাল শুক্রবার আর্মি স্টেডিয়াম মঞ্চে পরিবেশনায় ছিলেন অর্ণব ও সুনিধি।
৩ / ১৩
কোক স্টুডিও বাংলার কনসার্টে অদিত
৪ / ১৩
৫ / ১৩
কনসার্ট আয়োজনের ফাঁকে কথা বলছেন সংগীত পরিচালক শুভেন্দু দাশ ও গায়িকা নন্দিতা।
৬ / ১৩
কোক স্টুডিও বাংলার আয়োজনে ছিলেন পান্থ কানাই।
৭ / ১৩
রাত তখন মধ্যভাগে যাওয়ার প্রান্তে। শহরে নামে নীরবতা। আর্মি স্টেডিয়াম প্রান্তরে তখন হাজার হাজার শ্রোতা-দর্শক। কারণ, মঞ্চে একের পর এক উঠছেন দেশজোড়া জনপ্রিয় শিল্পীরা। ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ শীর্ষক আয়োজনে গাইছিলেন তাঁরা। রাত ১১টার দিকে একটি ব্যতিক্রম পরিবেশনার সাক্ষী হয়ে থাকেন শ্রোতারা। যেখানে কোনো গান নয়, শুধু সুর বেজেছে, গিটারে, ড্রামসে। আর তাতেই মুগ্ধতায় ডুবে গেছেন মানুষ। কেননা, যে সুর বেজেছে, সেটা কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর সৃষ্টি করা। কোক স্টুডিও বাংলার এই আয়োজনে আইয়ুব বাচ্চুকে নিয়ে ১০ মিনিটের ট্রিবিউট দেন হালের জনপ্রিয় সংগীত পরিচালক ইমন চৌধুরী। এবির কয়েকটি কালজয়ী গান তিনি গিটারেই বাজিয়েছেন। ড্রামসে তাঁকে সঙ্গ দিয়েছেন মিঠুন।
৮ / ১৩
কোক স্টুডিও কনসার্টে গেয়েছেন বগা তালেব
৯ / ১৩
কোক স্টুডিও বাংলায় গাইছেন প্রীতম হাসান ও মমতাজ
১০ / ১৩
কোক স্টুডিও বাংলায় গাইছেন ‘নাসেক নাসেক’খ্যাত গায়ক অনিমেষ রায়
১১ / ১৩
কোক স্টুডিও বাংলার কনসার্ট উপলক্ষে ঢাকার আর্মি স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। শ্রোতাদের মধ্যে বে‌শির ভাগ তরুণ মুখ, বয়স ১৮ থে‌কে ৩০-এর মধ্যে
১২ / ১৩
আর্মি স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ
১৩ / ১৩
কনসার্টের একটি পরিবেশনা