শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসর

শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসর

লোকসংগীত আবহমান বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। লোকসংগীতের সুরের মূর্ছনায় জীবন্ত হয়ে ওঠে বাংলার প্রকৃতি ও মানুষের আবেগ। বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে চতুর্থবারের মতো সান ফাউন্ডেশনের উদ্যোগ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় বাউলগানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’।

শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসর

চতুর্থবারের মতো আয়োজিত এই রিয়েলিটি শো প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। এবারের আসরে রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৫০ হাজারের বেশি প্রতিযোগী। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ‘ম্যাজিক বাউলিয়ানা’র ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ডরোব পার্টনার দেশাল।

বিস্তারিত জানা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র ওয়েবসাইট (www.magicbauliana.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/magic.bauliana/) অথবা টোল ফ্রি ০৮০০০৮৮৮০০০ নম্বরে ফোন করে। সান ফাউন্ডেশনের উদ্যোগ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ম্যাজিকের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির উদ্দেশ্য ঐতিহ্যবাহী লোকগানের এই আবেদনকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেওয়া।