লালন ব্যান্ডে ফিরছেন ড্রামার তিতি

ড্রামার থেইন হান মং তিতিছবি: তিতির সৌজন্যে

লালন ব্যান্ড ছাড়ার ঘোষণার তিন মাস পর ব্যান্ডে ফিরছেন দলনেতা ও ড্রামার থেইন হান মং তিতি। গত ১১ মার্চ এক ফেসবুক পোস্টে ব্যান্ডটির সঙ্গে ১৭ বছরের পথচলায় ইতি টানার ঘোষণা দেন তিনি।
তিতির অবর্তমানে ব্যান্ডের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে আর কোনো শোতে লালন ব্যান্ডকে দেখা যায়নি। অচলাবস্থার মধ্যে তিতির সঙ্গে ব্যান্ডের সদস্যের ফলপ্রসূ বৈঠক হয়েছে।

ড্রামার থেইন হান মং তিতি
ছবি: তিতির সৌজন্যে

তিতি প্রথম আলোকে জানান, আপাতত পরীক্ষামূলকভাবে ব্যান্ডে ফিরছেন তিনি। বেশ কিছু বিষয় নিয়ে ব্যান্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল; সেসব নিয়ে আলোচনা চলছে। স্থায়ীভাবে জটিলতা নিরসনে কাজ করছেন তাঁরা।

তিতি বলেন, ‘এত দিন প্র্যাকটিস প্যাড, স্টুডিও বন্ধ ছিল। মাসখানেকের মধ্যে আমরা প্র্যাকটিস শুরু করব। মাস দুয়েকের মধ্যে আমরা শোয়ের প্রস্তুতি নেব।’

ড্রামার থেইন হান মং তিতি
ছবি: তিতির সৌজন্যে

৯ মার্চ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কনসার্টে শেষবার লালন ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন তিতি। এর দুই দিন পর ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন তিনি।
ব্যান্ড ছাড়ার কারণ হিসেবে তিনি বলছিলেন, ‘ব্যান্ডটা শেষ দিকে কনসার্টনির্ভর হয়ে পড়েছিল। আমি বিশ্বাস করি, যেকোনো ব্যান্ডের মূল শক্তি নতুন গান।’ তবে সেটা নিয়ে তাঁদের অনীহা ছিল। বিষয়টি তাঁর ভালো লাগে না।

২০০৭ সালে লালন ব্যান্ডে যোগ দেন তিতি। এতে যোগ দেওয়ার আগে আর্কসহ বেশ কয়েকটি ব্যান্ডে বাজিয়েছেন তিতি।

আরও পড়ুন