‘নয়না’র প্রেমে পড়েছেন বালাম

বালাম
ছবি : বালামের সৌজন্যে

ফেলে আসা বছরে ‘ও প্রিয়তমা’ গান গেয়ে রাজকীয় ফেরা হয়েছে ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা বালামের। এ বছর ‘রাজকুমার’ গেয়ে আরও এক ধাপ এগিয়ে নেন নিজেকে। তার আগে কয়েক বছর ধরে গানে অনিয়মিত ছিলেন একসময়ের আলোচিত এই গায়ক। হঠাৎ হঠাৎ একটি–দুটি গান প্রকাশ করলেও হিট–সুপারহিটের দেখা পাচ্ছিলেন না। ভক্তদের মনও যেন বিষণ্ন ছিল।

২০২৩ সালে ভক্তদের বিষণ্ন মনে আকাশে ঝলমলে রোদ হয়ে এলেন বালাম। পুষিয়ে দিলেন বিরতির পুরোটা। ‘ও প্রিয়তমা’ গান দিয়ে শ্রোতাদের মনে আবারও প্রিয় হয়ে উঠলেন তিনি। নবজন্ম হয় বালামের। কারও মতে, বিরতির পর এ যেন দুর্দান্ত প্রত্যাবর্তন। শিল্পী নিজেও মনে করেন, এর চেয়ে আর অসাধারণভাবে ফিরে আসা যায় না।

বালাম
ছবি : বালামের সৌজন্যে

‘ও প্রিয়তমা’ আর ‘রাজকুমার’ গান দুটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন বালাম ও কোনাল। এবার নিজের নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন বালাম। ৩০ মে ‘নয়না’ শিরোনামের গানটি বালামের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। গত শনিবার এমন ঘোষণাই দিলেন এই গীতিকার, গায়ক ও সুরকার। যুক্তরাজ্যে ‘নয়না’ গানের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এই গানে বালামের সঙ্গে মডেল হয়েছেন তামান্না নিশি। গানের কথা লিখেছেন ও সুর করেছেন আনিসুর রহমান।

বালাম
ছবি : বালামের সৌজন্যে

কথা প্রসঙ্গে প্রথম আলোকে বালাম বললেন, ‘নতুন কয়েকটি গান তৈরি আছে। গেল কয়েক বছর সেভাবে গান প্রকাশ না করলেও একের পর এক গান তৈরির কাজ ঠিকই চলেছে। এর মধ্যে “ও প্রিয়তমা” গান তো এতটাই হিট হয়েছে, প্রথম বাংলাদেশি গান হিসেবে জায়গাও করে নেয় গ্লোবাল মিউজিক টপ চার্টে—তারপর নতুন গান কোনটি প্রকাশ করব, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। অনেক ভেবেচিন্তে চূড়ান্ত করেছি, “নয়না”ই হতে যাচ্ছে আমার নতুন একক গান, যা শ্রোতাদের আনন্দ দেবে।’

নয়না গানের পোস্টারে বালাম ও নিশি
বালামের ফেসবুক

বালাম বললেন, ‘বিশ্বাস করেন, আমি নয়না গানের প্রেমে পড়ে গেছি। আমার বিশ্বাস, গানটা আপনাদেরও পছন্দ হবে।’ কথায় কথায় বালাম এ–ও বললেন, ‘এ গানটি আমার সর্বকালের সেরা ভালোবাসার গানগুলোর মধ্যে অন্যতম একটি গান হতে যাচ্ছে।’ বালাম বললেন, ‘আরও বেশ কয়েকটি গান তৈরি আছে। ভিডিও তৈরি করা আছে। সুবিধাজনক সময় দেখে প্রকাশ করা হবে।’

বালাম
ছবি : সাগুফতা সাদিয়া

২০০৭ সালে দেশের সংগীতাঙ্গনে দাপুটে বিচরণ ছিল বালামের। একের পর এক হিট গান উপহার দিয়েছেন। ‘একমুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’, ‘একাকী মন আজ নীরবে’সহ বেশ কিছু গান আলোচনায় ছিল। বোন জুলির সঙ্গেও একাধিক গান এবং ‘বালাম ফিচারিং জুলি’ শিরোনামে অ্যালবামও বেশ সাড়া ফেলে।