অব্যবস্থাপনায় কনসার্ট বাতিল: জেমস
শুক্রবার ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন কনসার্ট বহিরাগতদের ইট নিক্ষেপে পণ্ড হয়েছে। নগরবাউল জেমস আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতাকে দায়ী করেছেন। তার মুখপাত্র জানান, রাত সাড়ে ১০টায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে অনুষ্ঠান বাতিল হয়। জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০-২৫ হাজার মানুষ জড়ো হয়। বহিরাগতরা ঢুকতে না পেরে ইট ছুড়লে ২৫-৩০ জন আহত হন, যার মধ্যে আয়োজক কমিটির আহ্বায়কও রয়েছেন। পরিস্থিতি সামলাতে কনসার্ট বাতিল করা হয়।