হামিনের সঙ্গে পলাশের ‘খুঁজি তোমায়’
নতুন গান ‘খুঁজি তোমায়’ নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী পলাশ নূর। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ ও গিটার বাজিয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ। গানটির কথা, সুর ও সংগীতায়োজন পলাশের।
এতে ড্রামস বাজান ড্রামার সৈয়দ জিয়াউর রহমান তূর্য। বৃহস্পতিবার তেজগাঁওয়ের ইয়ামাহা মিউজিক স্টোরে এক সংবাদ সম্মেলনে গান ও গানের ভিডিও চিত্র প্রকাশ করা হয়। ভিডিও চিত্রটি পরিচালনা করেছেন গাজী শুভ্র।
‘খুঁজি তোমায়’ গানটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে মিউজিক লেবেল প্রতিষ্ঠান রুটনোট প্রোডাকশনস।
গানটি নিয়ে পলাশ নূর বলেন, ‘বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক জীবন্ত কিংবদন্তি হামিন আহমেদ এবং অসাধারণ প্রতিভাধর সৈয়দ জিয়াউর রহমান তূর্য। তাঁদের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশাল আশীর্বাদ। আমি একটি গান তৈরি করলাম, আর শেয়ার করলাম তাঁদের সঙ্গে, যাঁদের আমি সব সময় শ্রদ্ধা করে এসেছি। আর তারপরই ঘটল এক দুর্দান্ত জাদু।’
পলাশ নূর আরও বলেন, ‘এ গানটি শুধু একটি সুর নয়; এটি দুই প্রজন্মের মেলবন্ধন, পুরোনো ও নতুনের সেতুবন্ধ। একটি নতুন সংগীতধারার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া।’
রুটনোট প্রোডাকশনসের পরিচালক ইমরান আসিফ বলেন, ‘সাধারণ একজন সংগীতপ্রিয় শ্রোতা হিসেবেই তিন মাস আগে গানটার ডেমো শুনে মনে হয়েছিল, এটার একটা যথাযথ প্রযোজনা হওয়া উচিত। সেটা পলাশকে বলি আর সেই ধারণা থেকে প্রথমে হামিন ভাই এবং তারপর তূর্য ভাইকে অনুরোধ করি গানটিতে তাঁদের নিজ স্বকীয়তা যোগ করতে।’
ইমরান আসিফ আরও বলেন, ‘মিউজিক ভিডিওর জন্য আমাদের একমাত্র পছন্দ ছিল শুভ্র ভাইকে, তাঁকেও অনুরোধ করায় রাজি হলেন। সেখান থেকেই আজকের এই গান ও ভিডিওর প্রকাশ অনুষ্ঠান। গানটিতে হামিন ভাইয়ের গায়কি ও অসাধারণ গিটার সলো পলাশের সঙ্গে একটা অনন্য মাত্রা যোগ করেছে।’