রিকি মার্টিনের সম্পদ কত

পুয়ের্তো রিকোর সংগীতশিল্পী ও অভিনেতা রিকি মার্টিনের জন্মদিন আজ। ১৯৭১ সালের ২৪ ডিসেম্বর তাঁর জন্ম। জন্মদিন উপলক্ষে দেখে নিই তাঁর কিছু ছবি। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁর সম্পদ নিয়ে থাকল আরও তথ্য।

১ / ৫
১৯৭৭ সালে মেনুডো ব্যান্ডে অডিশন দেন রিকি মার্টিন, তবে সুযোগ মেলেনি। ১৯৮৪ সালে ব্যান্ডটিতে যোগ দেন তিনি
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৫
একই বছর প্রকাশিত ‘ইভোলুসি’ অ্যালবাম প্রকাশের পর পাদপ্রদীপের আলোয় আসেন মার্টিন। ১৯৮৯ সালে ব্যান্ডটি ছেড়ে দেন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
এরপর একক ক্যারিয়ারে মনোযোগ দেন। ১৯৯১ সালে প্রকাশিত প্রথম একক অ্যালবাম, ‘রিকি মার্টিন’ আলোচনার ঝড় তুলেছিল। বিলবোর্ডের লাতিন অ্যালবামস চার্টের পঞ্চম স্থানে ছিল
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৫
গানের বাইরে অভিনয়শিল্পী হিসেবেও নাম করেছেন তিনি। জনপ্রিয় সোপ অপেরা ‘জেনারেল হসপিটাল’–এ একজন সংগীতশিল্পী ও বারটেন্ডার চরিত্রে দেখা গেছে তাঁকে। ৪. রিকি মার্টিনের সম্পদের পরিমাণ ১৩ কোটি ডলার, বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
এর বেশির ভাগ অর্থ ১০টি স্টুডিও অ্যালবাম, ট্যুর ও এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে