সোহরাওয়ার্দী উদ্যানে ‘মহাজনের পদাবলী’

আজ সোমবার সন্ধ্যা ছয়টায় তৃতীয় দিনের পরিবেশনা ছিলছবি: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সৌজন্যে

সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে পাঁচ দিনব্যাপী লোকগানের আসর ‘মহাজনের পদাবলী’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় শনিবার থেকে শুরু হয়েছে এ গানের আসর, চলবে বুধবার পর্যন্ত।

আজ সোমবার সন্ধ্যা ছয়টায় তৃতীয় দিনের পরিবেশনা ছিল। আয়োজনের শুরুতে বিজয় সরকারের গান পরিবেশন করেন কিরণ চন্দ্র রায় ও মনির বাউলা। খালেক দেওয়ানের গান পরিবেশন করেন তাঁর নাতি উজ্জ্বল দেওয়ান ও তাঁর শিষ্য পাগল মনির।

আজ সোমবার সন্ধ্যা ছয়টায় তৃতীয় দিনের পরিবেশনা ছিল
ছবি: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সৌজন্যে

আবদুল হালিম বয়াতির গান পরিবেশন করেন হালিমা বেগম (তাঁর নাতি) ও আলেয়া বেগম (তাঁর শিষ্য)।

তৃতীয় দিনের পরিবেশনা ছিল
সংগৃহীত

সবশেষে দুরবিন শাহের গান ‘কী সুখেতে আছি আমি গো সখি’ ও ‘তোমার নাম স্মরণে ঘোর নিদানে’ পরিবেশন করেন সিদ্দিকুর রহমান ও ‘আমার অন্তরায় আমার কলিজায়’ ও ‘ডাকলে কি আর প্রাণ জড়াবেরে’ গান দুটি পরিবেশন করেন খাইরুল ওয়াসি।