ইউটিউবে আলোচনায় ইমরানের নতুন গান

ইমরান মাহমুদুল। ছবি: ফেসবুক থেকে

ভালোবাসার ইমোজি দিয়ে ইউটিউবে গানের নিচে এক ইমরান–ভক্ত লিখেছেন, ‘ভিডিওর লোকেশন, নির্মাণ সব মিলিয়ে “ভালোবাসি বলে যাও” গানটি পুরাই সিনেম্যাটিক হয়েছে। গানের কথা ও  সুর মন ছুঁয়ে দেয়।’ ১৬ এপ্রিল রাতে নিজের ইউটিউব চ্যানেল ইমরান অফিশিয়াল থেকে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের নতুন গানের এই ভিডিও। গানটি মুক্তির পর বেশ আলোচিত হচ্ছে। টিকটক, ফেসবুক রিলস ও ইউটিউবে দর্শকের বেশ সাড়া। ফেসবুক বাদে শুধু ইউটিউব চ্যানেলেই মুক্তির চার দিনে গানটির দর্শক ভিউ এক মিলিয়নের কাছাকাছি চলে গেছে। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে আট নম্বরে আছে গানটি।

ইমরানের সঙ্গে গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মারুফা তৃষা। আসিফ ইকবালের লেখা গানটির সুর সংগীত ইমরানের নিজেরই। দর্শক শ্রোতাদের গানটি পছন্দ হওয়ায় খুশি ইমরান। তিনি জানান, এটি একটি রোমান্টিক গান। গানটি বড় ক্যানভাসে সিনেমার আদলে ভিডিও করার চেষ্টা ছিল। গানের কথা ও সুরের সঙ্গে মিলিয়ে সেভাবেই লোকেশন বাছাই করে গানটির ভিডিও ধারণ হয়েছে। তিনি বলেন, ‘রোমান্টিক কথায় এটি একটি মিষ্টি সুরের গান। গানের সঙ্গে ভিডিও দৃশ্যায়ন দারুণ পছন্দে করেছেন দর্শকেরা। দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ ছড়িয়েছে এটি। অনেকে আমাকে জানিয়েছেন গানটি দেখতে বসে তাঁদের কাছে সিনেমার গান মনে হয়েছে।’

এই শিল্পীর বক্তব্য, ‘সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমার গান দর্শকেরা পছন্দ করেছেন। সিনেমার গানের সুবিধা হলো, প্রকাশের পর সিনেমাসংশ্লিষ্ট সবাই গানটিকে ছড়িয়ে দিতে কাজ করেন। অন্যদিকে মিউজিক ভিডিওর ক্ষেত্রে গানটি নিয়ে একাই শিল্পীকে লড়তে হয়। তবে সিনেমার গানের পাশাপাশি আমার গানটিও দর্শক পছন্দ করছেন। দর্শকের কাছ থেকে এটাই বড় পাওয়া।’

ইমরান মাহমুদুল
ছবি: সংগৃহীত

ইমরান বলেন, ‘শুধু ইউটিউবেই নয়, দিন দিন গানটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ছড়াচ্ছে। আশা করছি অল্প সময়ে আরও ভালো জায়গায় যাবে গানটি।’ ‘ভালোবাসি বলে যাও’ গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে ইমরানের বিপরীতে মডেল হয়েছেন মারিয়া শান্ত।

একই দিনে ইমরানের সুর-সংগীত করা সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের কণ্ঠে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি ইত্যাদিতে প্রচারিত হয়। এই গানটিও দ্রুত আলোচনায় চলে এসেছে। চার দিনে ইউটিউবে গানটির দর্শক ভিউ ১৮ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে দুই নম্বরে আছে এটি। গানটি কবির বকুলের লেখা।
এদিকে ১৯ এপ্রিল প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে গান গাইতে জার্মান, ফ্রান্স ও সুইজারল্যান্ডে গিয়েছেন ইমরান ও ঝিলিক। ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও জুরিখ শহরে গান গাইবেন। আগামী ৩০ মে দেশে ফেরার কথা আছে তাঁদের।