গ্রেপ্তারের পর প্রথমবার কনসার্টে টিম্বারলেক
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তারের ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেক।
নিউইয়র্কের হাম্পটন থেকে গত মঙ্গলবার সকালে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। জামিন ছাড়া পুলিশি হেফাজত থেকে ছেড়ে দিয়েছেন আদালত।
ছাড়া পাওয়ার পর প্রথমবার মঞ্চে দেখা দিলেন ৪৩ বছর বয়সী টিম্বারলেক। শুক্রবার রাতে শিকাগোর ইউনাইটেড সেন্টারে ‘সেলফিশ’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেছেন তিনি।
গান পরিবেশনের আগে টিম্বারলেক জানান, এই সপ্তাহটা তাঁর জন্য খুব কঠিন ছিল।
এই পপ তারকা অনুরাগীদের উদ্দেশ্য বলেন, ‘আমি জানি, মাঝেমধ্যে আমাকে ভালোবাসাটা কঠিন হয়ে ওঠে। তবুও তোমরা আমাকে ভালোবাস, আমিও তোমাদের ভীষণ ভালোবাসি।’
টিম্বারলেকের নিউইয়র্কের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে। আগামী ২৬ জুলাই ভার্চু৵য়ালি আদালতে হাজির হতে হবে তাঁকে।
এর মধ্যে কনসার্ট চালিয়ে যেতে পারবেন তিনি। আগামী সপ্তাহে নিউইয়র্কে ‘এভরিথিং আই থট ইট ওয়াজ’ ট্যুরের আরও দুটি কনসার্টে গাইবেন তিনি।