গুলি করে জনপ্রিয় গায়ককে হত্যা

জনপ্রিয় র‍্যাপার টেকঅফ
ছবি : এএফপি ফাইল ছবি

কয়েক দিন আগেই দক্ষিণ কোরিয়ায় হ্যালোউন উৎসবে মানুষের ভিড়ে পদদলিত হয়ে মারা গেছেন তরুণ অভিনেতা ও গায়ক লি জি-হান। এবার এল আরেক তরুণ গায়কের মৃত্যুর খবর। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টেকঅফকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হিউস্টনে তাঁর মৃত্যু হয় বলে ভ্যারাইটিকে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ।
প্রকৃত নাম কিরশনিক খরি বল হলেও তিনি টেকঅফ নামেই পরিচিতি পান। চাচা কুয়াভো ও চাচাতো ভাই অফসটের সঙ্গে টেকঅফ হিপহপ ব্যান্ড মিগোস গঠনের পর খ্যাতি পান টেকঅফ। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় র‍্যাপার।

র‍্যাপার টেকঅফ
ছবি : এএফপি ফাইল ছবি

ঘটনার দিন রাতে কুয়াভোর সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন টেকঅফ। হঠাৎই গোলাগুলির ঘটনা ঘটে। কিন্তু ঠিক কী কারণে টেকঅফকে গুলি করা হয়, সেটা জানা যায়নি। কুয়াভো রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে চলে যেতে পেরেছেন। তবে সেখানে ঠিক কী হয়েছে, সে প্রসঙ্গে কুয়াভোর বক্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝগড়ার একপর্যায়ে টেকঅফকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তাঁর মুত্যু হয়। একই ঘটনায় আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‍্যাপার টেকঅফ
ছবি : সংগৃহীত

বিবিসিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ৪০ থেকে ৫০ জন উপস্থিত ছিলেন। তবে কে বা কারা গোলাগুলি শুরু করেন, তাঁরা নিশ্চিত হতে পারেননি।
টেকঅফের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহকর্মী, ভক্তরা শোক প্রকাশ করেছেন।

মিগোস–এর সদস্যরা
ছবি : রয়টার্স ফাইল ছবি

১৯৯৪ সালে জর্জিয়ায় জন্ম হয় টেকঅফের। ২০০৮ সালে গড়ে ওঠে হিপহপ গানের দল মিগোস। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিঙ্গেল ‘ভারসাচে’ দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি পায় গানের দলটি। এ পর্যন্ত নিকি মিনাজ, ড্রেক, কার্ডি বিসহ অনেক বড় তারকার সঙ্গেও গান প্রকাশ করেছে হিপহপ দলটি।

আরও পড়ুন