‘আটটা বাজে দেরি করিস না’ গানের গীতিকার-সুরকারের খোঁজ মিলল

গান প্রকাশের ৯ মাসে এসে খোঁজ মিলল সেই গানের গীতিকার ও সুরকারেরকোলাজ

আজ ২৯ এপ্রিল ‘হাওয়া’ সিনেমা মুক্তির ৯ মাস। মুক্তির সপ্তাহখানেক পর প্রকাশ করা হয় এ ছবির ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি। যখন ছবিটি মুক্তি পেয়েছিল, তখন পর্যন্ত জানা ছিল না, গানটির গীতিকার ও সুরকার কে বা কারা? তাই ইউটিউব ক্রেডিট লাইনে সংগৃহীত লেখা বলে চালিয়ে দেওয়া হয়। গান প্রকাশের ৯ মাসে এসে খোঁজ মিলল সেই গানের গীতিকার ও সুরকারের। কে বা কারা এ গানের গীতিকার ও সুরকার?

পরিচালক মেজবাউর রহমান সুমন নিজেই জানালেন সুরকার ও গীতিকারের পরিচয়। ভারতের বীরভূম এলাকার বাসিন্দা মনিরুদ্দিন আহমেদ এ গানের গীতিকার ও সুরকার। এরই মধ্যে ক্রেডিট লাইনে তাঁর নামও যুক্ত করে দিয়েছেন ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা। কথা হয়েছে পরিচালকের সঙ্গে ‘আটটা বাজে দেরি করিস না’ গানের গীতিকার ও সুরকারের।
‘হাওয়া’ সিনেমার ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি গেল বছরের ৭ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়। আজ শনিবার দুপুর পর্যন্ত গানটি ইউটিউবে ২ কোটি ৬৫ লাখ বারের বেশি ভিউ হয়েছে। মন্তব্য এসেছে ৩ হাজার ৬০০-এর বেশি।

‘হাওয়া’ ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন তাঁর ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ভারতের বীরভূমের পঞ্চায়েত অফিসের অবসরপ্রাপ্ত কর্মী মনিরুদ্দিন আহমেদ ‘হাওয়া’ সিনেমার ‘আটটা বাজে দেরি করিস না’ গানের সুরকার-গীতিকার। ৮৩ বছর বয়সী মনিরুদ্দিন এখন অবসরজীবন যাপন করছেন। বীরভূমের সিউড়ির লালকুঠিপাড়ার তুলিকলম নামের একটি বাড়িতে থাকেন।

‘আটটা বাজে দেরি করিস না’ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, গেয়েছেন ভারতীয় লোকগানের শিল্পী বাসু দেব বাউল
কোলাজ : প্রথম আলো

সুমন বলেন, ‘“হাওয়া” সিনেমায় মনিরুদ্দিন আহমেদের লেখা ও সুর করা “আটটা বাজে দেরি করিস না” গানটিও অনেক জনপ্রিয় হয়। কিন্তু এ গানের সুরকার ও গীতিকারকে আমরা তখন খুঁজে পাইনি। এ গান বলা যায় আমরা প্রথম “হাওয়া”র সঙ্গে সংযুক্ত করি, সেটা ২০১৭-তে। “আটটা বাজে দেরি করিস না” গানটি ভারতের বাসুদেব বাউল বহু বছর ধরে গেয়ে আসছেন। মূলত ২০১৬/২০১৭ সালের দিকে এ গান আমরা ঠিক করি যে আমাদের সিনেমায় রাখতে চাই। ২০১৭ সালে আমরা শান্তনিকেতনে বাসুদেব বাউলের বাড়িতে যাই এবং আমরা আমাদের সিনেমায় এ গান রাখার কথা জানাই। কিন্তু জানতে পারি, গানটি বাসুদেব বাউলের নিজের নয়। এটা কার গান, সেটা তিনিও জানেন না। কিন্তু বহু বছর ধরে গানটি তিনি গেয়ে আসছেন।’

‘আটটা বাজে দেরি করিস না’ গানের গীতিকার ও সুরকারের খোঁজ কেউ দিতে না পারলেও নিজেদের মতো খোঁজাখুঁজি করতে থাকেন মেজবাউর রহমান সুমন। সেই চেষ্টার কথা জানিয়ে ‘হাওয়া’ ছবির পরিচালক সুমন বললেন, ‘আমরা এ গানের গীতিকার ও সুরকারকে খোঁজ করতে থাকি। জানতে পারি, গানটি আরও অনেকে গেয়েছেন। তাঁরাও কেউ এ গানের সুরকার বা গীতিকারের খোঁজ আমাদের দিতে পারেননি। সে কারণেই আমরা “হাওয়া”য় “আটটা বাজে দেরি করিস না” গানটির সুরকার-গীতিকারের নামের জায়গায় সংগ্রহ লিখি।

বাসু দেব বাউল, ‘হাওয়া’ চলচ্চিত্রে ব্যবহৃত ‘আটটা বাজে দেরি করিস না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় লোকগানের এই শিল্পী

সাধারণত প্রচলিত গান বা কোনো পুরোনো গান যখন তার সুরকার বা গীতিকারকে পাওয়া যায় না, তখন সেটা সংগ্রহ লেখা হয়। গানটি মুক্তির ৯ মাস হতে চলল, এখন “আটটা বাজে দেরি করিস না” গানটির সুরকার-গীতিকারকে খুঁজে পেলাম। আর সেটা ভারতের একটা সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। খুবই নিভৃতে থাকা সাধারণ জীবনযাপনের মধ্যে থেকে যিনি শিল্পচর্চা করে যান, তাঁকে মনে হয় কখনো কখনো খুঁজে পাওয়া যায় না। কিন্তু সময় নিশ্চয় তাঁকে খুঁজে নেয়।’

‘আটটা বাজে দেরি করিস না’ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী
ছবি : প্রথম আলো

খোঁজ পাওয়ার পর কথা হয় ‘আটটা বাজে দেরি করিস না’ গানের গীতিকার ও সুরকারের সঙ্গে পরিচালক মেজবাউর রহমান সুমনের। তাঁর সঙ্গে কথার অভিজ্ঞতাও নিজের ফেসবুকে লিখেছেন এই পরিচালক। তিনি লিখেছেন, ‘তাঁর সাথে আমাদের কথা হয়, কী অদ্ভুত সরল আর সাধারণ তিনি! তাঁকে আমরা জানাই, এই গানের স্রষ্টাকে আমরা অনেক দিন খুঁজছিলাম, অতঃপর আপনাকে পেলাম। তিনি বরং উল্টো আনন্দিত যে তাঁর গানটি “হাওয়া” সিনেমায় ব্যবহৃত হয়েছে। আমরা তাঁকে জানাই খুব দ্রুত আপনার নামটি সংযুক্ত করব। আর তাঁর কাছে আমাদের দুঃখ প্রকাশ করি। তারপর আরও কথা হয়। তিনি তাঁর আরও অনেক গানের কথা বলতে থাকেন। আমরা তাঁকে জানাই সুযোগ হলে খুব দ্রুতই তাঁর সাথে দেখা হবে।’

কলকাতার বাসু দেব বাউলের গাওয়া ‘হাওয়া’ সিনেমার ‘আটটা বাজে দেরি করিস না’ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। গানটির রেকর্ডিং হয় শান্তিনিকেতনের একটি স্টুডিওতে। আর ঢাকার নিকেতনের স্টুডিও থেকে সার্বক্ষণিক ভিডিও কলে ছিলেন ইমন চৌধুরী। তিনি বলেন, ‘করোনার কারণে আমি শান্তিনিকেতন যেতে পারিনি। কিন্তু গানের সব ট্র্যাক তৈরি করে পাঠিয়ে দিই। গানটার ভয়েস দিয়েছেন তিনি (বাসু দেব) শান্তিনিকেতনে। ওই জায়গায় ছিল বগা তালেব, তাকে ফোনে বললাম, “আমার কাজটা করে দিতে হবে।” সে তো আমার কলিজার ভাই, বলছে, “ভাই আপনি একদম টেনশন নেবেন না। আমিই ব্যবস্থা করছি।” তারপর বগা তালেব নিজে গিয়ে বাসু দেব বাউলের ভয়েসটা নিয়েছে। আমি নিকেতনের স্টুডিওতে থেকে সারাক্ষণ ভিডিও কলে ছিলাম।’

‘হাওয়া’ চলচ্চিত্রের দৃশ্যে নাজিফা তুষি
ছবি : সংগৃহীত

গত বছরের ২৯ জুলাই মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটি। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, এরফান মৃধা শিবলু, রিজভী রিজু, মাহমুদ হাসান, বাবলু বোস প্রমুখ।