বিটিএসের জে-হোপ আর রাহমান কি একসঙ্গে কাজ করবেন

জে–হোপ ও এ আর রাহমান। কোলাজ

প্যারিস ফ্যাশন উইক ফ্যাশন–দুনিয়ার অন্যতম বড় আয়োজন। সারা দুনিয়ার ফ্যাশন নিয়ে আগ্রহীদের চোখ থাকে এই আয়োজনের দিকে। এবারের প্যারিস ফ্যাশন উইকে লুই ভুঁতোর শোতে এক নতুন চমক নিয়ে হাজির অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রাহমান। তিনি সেখানে প্রিমিয়ার করেন তাঁর নতুন পাঞ্জাবি গান ‘ইয়ারা’র। মার্কিন সংগীত প্রযোজক ফারেল উইলিয়ামস ও রাহমান যৌথভাবে গানটি তৈরি করেছেন।

আরও পড়ুন

গানটি পাঞ্জাবি ভাষার হলেও এতে আছে বিশ্বসংগীতের ছোঁয়া। ভারতীয় ধ্রুপদি সুর, বাজনার সঙ্গে ফারেলের সিগনেচার ওয়েস্টার্ন গ্রুপ মিলেমিশে তৈরি করেছে এক ইউনিক ফিউশন। রাহমান গানটি নিয়ে বলেছেন, এটি তাঁর ‘সাংস্কৃতিক সেতুবন্ধের নতুন প্রয়াস’। কিন্তু এ গানকে ঘিরে যত না আলোচনা, তা ছাপিয়ে গেছেন বিটিএস তারকা জে-হোপ। কীভাবে? জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে।

জে-হোপ গানটি শোনার সময় সামনের সারিতে বসে মাথা দুলিয়ে দুলিয়ে উপভোগ করেন। আর গানের তালে তালে মাথা দোলানোর ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরে নেট–দুনিয়ায়। রাহমান নিজেই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন সেই ভিডিও। তবে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর ভক্তদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়। ভক্তরা জানতে চান, কবে একসঙ্গে দেখা মিলবে এই দুই তারকার?

এ আর রাহমান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

গত বছর বিশ্বসংগীতে বেশ কয়েকজন শিল্পীর যৌথভাবে করা কাজ বা ‘ক্রসওভার’ সাড়া ফেলেছিল। যেগুলো শুধু সংগীতজগতেই সীমাবদ্ধ ছিল না। তা নাড়িয়ে দিয়েছে বৈশ্বিক সংস্কৃতিকে। সংগীত, খেলা, সিনেমা সবকিছুর মধ্যে ভক্তরা লক্ষ করেছেন এক সেতুবন্ধ। ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস মার্টিনের ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে প্রশংসা, মুম্বাইয়ে এড শিরান ও শাহরুখ খান একসঙ্গে তাল মেলানো, অরিজিৎ সিং ও ডিজে মার্টিন গ্যারিক্স একই স্টেজে একসঙ্গে পারফর্ম করেন; এসব যেন ভক্তদের কাছে ছিল স্বপ্নের মতো। যা হওয়ার আগে কল্পনাও করা যায়নি। এ মুহূর্তগুলো দেখিয়েছে, সংগীত এখন আর কোনো একটি দেশ বা ভাষার বিষয় নয়—এটা এখন একটি বৈশ্বিক অভিব্যক্তি। আর এই তালিকায় এবার নতুন করে যুক্ত হলো হলো রাহমানের গানের সঙ্গে বিটিএসের জে-হোপের নাচ।

জে-জেড, বিয়ন্সে, ফিউচার, স্পাইক লির মতো অনেক তারকাই উপস্থিত ছিলেন প্যারিস ফ্যাশন উইকের এই আয়াজনে। তবে মিলিটারি সার্ভিস শেষ করে সদ্য ফেরা জে-হোপের দিকের ভক্তদের চোখ ছিল সবার। তাই রাহমান যখন ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন, তখন থেকেই আর্মিরা মন্তব্য করতে থাকেন, ‘হোবি (জে–হোপ) আর রাহমান কবে আসবেন?’ অনেকে এমন মন্তব্যও করেন, ‘জে-হোপ যদি “উর্বশী” বা “মুক্কাবেলা” গানের তালে নাচেন, তাহলে দুনিয়া থেমে যাবে!’ আরেক ভক্ত লিখেছেন, ‘যদি বিটিএস অন্য কারও সঙ্গে কাজ করে, যেটা যেন রাহমানই হন। তিনি জিনিয়াস।’

তবে রাহমান কেবল ভিডিও পোস্ট করেই ডুব মেরেছেন। জে-হোপের সঙ্গে কাজ নিয়ে টুঁ শব্দটিও করেননি। অন্যদিকে বিটিএস তারকারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তাতে কী আসে যায়, ভক্তরা দুই তারকাকে একসঙ্গে দেখতে চান—এ নিয়ে অন্তর্জালে রীতিমতো আবেদন করছেন তাঁরা।

জে–হোপ। উইকিমিডিয়া কমনস

জে-হোপ ফ্যাশন ও সংগীত—দুই দুনিয়ারই আলোচিত নাম। তবে তিনি বর্তমানে তাঁর একক মিউজিক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি মার্কিন গায়ক মিগুয়েলের সঙ্গে ‘সুইট ড্রিমস’ গানটি প্রকাশ করেছেন।