রক তারকাদের চূড়ান্ত লড়াই আজ
তরুণ রক মিউজিশিয়ানদের নিয়ে শুরু হওয়া রিয়েলিটি শো ‘দ্য কেইজ’-এর পর্দা নামছে আজ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) বেলা তিনটায় শুরু হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগী ব্যান্ডগুলোর পাশাপাশি পারফর্ম করবে অ্যাভয়েড রাফা, ওয়ারফেজ ও একে রাহুল।
সারা দেশ থেকে বাছাই করা শতাধিক প্রতিযোগীর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় ৮০ জনকে। তাঁরা গঠন করেন ১৭টি ব্যান্ড। গ্রুমিং শেষে শুরু হয় প্রতিযোগিতা। দীর্ঘ পথ পেরিয়ে ছয়টি ব্যান্ড পৌঁছেছে ফাইনালে—নাইন, এডেন’স গার্ডেন, কারনেশন, ডোপামিন, ডাস্ক এন ডন এবং রকসল্ট লড়বে চ্যাম্পিয়ন খেতাবের জন্য।
ফাইনালের বিচারক হিসেবে থাকছেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের ভোকাল রাফা, ওয়ারফেজের পলাশ নূর, আরবোভাইরাসের গিটারিস্ট রঞ্জন এবং সংগীতশিল্পী তাসফি।
দর্শকেরা টিকিটের বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক-এ। গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচারিত হবে দীপ্ত টিভিতে এবং ‘দ্য কেজ’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।