এক মঞ্চে জেমস ও আজমত

আলী আজমত ও জেমসকোলাজ

ঢাকায় প্রথমবারের মতো এক মঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমত। দুজনকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্ট হবে।

আরও পড়ুন

গত শনিবার এক ফেসবুক পোস্টে আলী আজমত লিখেছেন, ‘লেজেন্ডরা প্রস্তুত, আপনি প্রস্তুত তো? শুধু গান শুনো না, গানের শক্তিটা অনুভব করো।’

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রক ডটকমে কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, ‘ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এ রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে।’

মুকেশ গোয়ালা জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড ও লাইটিং নিশ্চিত করা হবে। যাতে সবাই এক অনন্য অভিজ্ঞতা পান।