শারদীয় উৎসবে নতুন গানের আনন্দ

উৎসব উদ্‌যাপনের আনন্দ আরও বাড়াতে নতুন গান প্রকাশ করেছেন শিল্পীরা। ছবি : সংগৃহীত

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ঢাকাসহ সারা দেশে পূজামণ্ডপ সেজেছে রঙিন সাজে। বাজছে নানা ধরনের গান। এ উৎসব উদ্‌যাপনের আনন্দ আরও বাড়াতে নতুন গান তৈরিতে মনোযোগী হন শিল্পীরা। কেউ কেউ একাধিক গানও প্রকাশ করেছেন। গান প্রকাশের তালিকায় জ্যেষ্ঠ শিল্পীরা যেমন আছেন, তেমনি রয়েছেন নতুন প্রজন্মের গায়ক-গায়িকা।

আরও পড়ুন

রবীন্দ্রসংগীতের জনপ্রিয় শিল্পী অণিমা রায় কণ্ঠে তুলে নিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায়ের কথা ও সুরের গান ‘আয় রে বসন্ত’ গানটি। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন প্রত্যূষ বন্দ্যোপাধ্যায়। গায়ক সন্দীপনের গাওয়া তিনটি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি দলগত, বাকি দুটি একক। সুমন কল্যাণের সুরে ‘মঙ্গল আলো’ গানে কণ্ঠ দিয়েছেন চার শিল্পী—সন্দীপন, সুকন্যা ঘোষ, অবন্তি সিঁথি ও সুমন কল্যাণ। সন্দীপনের গাওয়া একক গান দুটি হচ্ছে ‘বছর ঘুরে এসেছে আবার’ ও ‘জয় মা দুর্গা’। সন্দীপন বলেন, ‘এটা সম্মিলনের উৎসব। এই উৎসবে আমরা সবাই মিলে আনন্দ উদ্‌যাপন করে থাকি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এ উৎসবের মাধ্যমে নারীর জয়গানের কথাও বলা হয়। আমার গাওয়া গানেও সেই ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

তরুণ গায়ক ও সংগীত পরিচালক পুলক অধিকারী ‘আশ্বিনে এল মা’ নামের একটি গান প্রকাশ করেছেন। গানটির সুরও তাঁর করা। গানটিতে তাঁর দুই সহশিল্পী চম্পা বণিক ও শিলা দেবী। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। পুলক বলেন, ‘পুরোনো ভারতীয় গানে যেভাবে পূজার ব্যাপারগুলো আসে, আমাদের এই গানে সেভাবে পূজার পুরো ব্যাপারটা উঠে এসেছে।’

শিলা দেবী, পুলক অধিকারী ও চম্পা বণিক। ছবি: শিল্পীর সৌজন্যে

শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরে বাংলাদেশে শারদীয় উৎসব ঘিরে যেভাবে গান প্রকাশিত হয়, এই প্রবণতা সাত কি আট বছর আগে এতটা ছিল না। তখন গান প্রকাশের জন্য টেলিভিশন ও রেডিও ছিল সবচেয়ে বড় ভরসা। কিন্তু ভারতীয় শিল্পীদের গান সাড়ম্বরে প্রকাশিত হতো। এখন দেশের শিল্পীদের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের উদ্যোগে পূজায় নতুন নতুন গান প্রকাশিত হচ্ছে। গানে গানে এই উৎসবের তাৎপর্য সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা রয়েছে। তবে শিল্পীদের কেউ কেউ বলেন, ‘দেখা যাচ্ছে পূজার গান কেউ বুঝে করছেন; আবার কেউ না বুঝেও করছেন। গান প্রকাশের ক্ষেত্রে এদিকটায়ও খেয়াল রাখা উচিত।’

চম্পা বণিক ও পিজিত মহাজনের গাওয়া ‘দেবী এলো’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। শেখ নজরুলের লেখা গানের সুর করেছেন পিজিত মহাজন। গানের ভিডিওতে দেখা গেছে শাকিল ও চ্যানেল আই সেরা নাচিয়ে আনিকাকে। সামাজিক বৈষম্য দূর করার বার্তা নিয়ে তৈরি এই গানের ভিডিওর বিশেষ চরিত্রে আছেন তৃতীয় লিঙ্গের তিথি। পিজিত বলেন, ‘গুরুজনদের কাছ থেকে শুনেছি, পূজা শুধু একটা উৎসব নয়, এখানে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা ও উপলব্ধির বিষয় আছে। তাই গান বানানোর সময় ভাবনায় এসব যেমন ছিল, তেমনি ধর্মীয় তাৎপর্যও খেয়াল রেখেছি।’

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অরূপরতন দুর্গাপূজা উপলক্ষে ‘এল দুর্গা মা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করলেন। তিনি বলেন, ‘একটা সময় আমরা দেখতাম, পূজার সময় এলেই ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান প্রিয় শিল্পীদের অ্যালবাম প্রকাশ করত। আমরাও সংগ্রহে রাখতাম। আমাদের দেশের প্রযোজনা প্রতিষ্ঠানও এই উৎসবে শামিল হতো। কিন্তু এখন সেই হার একেবারেই কমে গেছে।

‘মঙ্গল আলো’ গানের পোস্টার। ছবি : সংগৃহীত

কিন্তু আমি ভাবলাম, এত বড় উৎসবে গান প্রকাশ করে সবার মধ্যে উৎসব, আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই। সে কারণে গানটি প্রকাশ করেছি। এই গানের মাধ্যমে পূজা বাড়ির আনন্দ-উল্লাস, আবেগ-অনুভূতি, সব বয়সী মানুষের ধর্মীয় ভাবাবেগ, সৃষ্টিকর্তার প্রতি আরাধনা বিভিন্ন রূপে প্রকাশ পেয়েছে।’