জনপ্রিয় ভারতীয় লোকশিল্পীর রহস্যজনক মৃত্যু

আঁচল প্যাটেলফেসবুক থেকে

নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হলেন ভারতের জনপ্রিয় লোকসংগীতশিল্পী আঁচল প্যাটেলের মরদেহ। গতকাল বুধবার দেশটির উত্তর প্রদেশের বারানসির শিবপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় শিল্পীর মরদেহ। তাঁর বয়স হয়েছিল মাত্র ২২ বছর। গায়িকার রহস্যজনক মৃত্যুকে ‘খুন’ বলছে তাঁর পরিবার।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জনপ্রিয় এই লোকসংগীতশিল্পী মূলত ‘বিরহা’ ধরনের গান গাইতেন। গত মঙ্গলবার গায়িকার মৃত্যুর খবর প্রথম পান তাঁর ভাই বিকাশ। তিনি দাবি করেছেন, আঁচলের স্বামী এবং এক নারী মিলে হত্যা করেছেন তাঁর বোনকে। শিবপুর থানায় দুজনের নামে অভিযোগও দায়ের করেছেন বিকাশ। এরপরই অভিযুক্ত স্বামী এবং ওই নারীকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
আঁচলের বাবার বাড়ি বারানসির ঢেলওয়ারিয়াতে। বছর তিনেক আগে দীপক নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় আঁচলের। দুই মাস ধরে স্বামীর সঙ্গে শিবপুর থানার ওই ফ্ল্যাটেই থাকতেন আঁচল। মঙ্গলবার ফোনে জানানো হয় আঁচলের মৃত্যুর খবর। এ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁর পরিবারের সদস্যরা। এরপরই গায়িকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের অভিযোগ, ওই ফ্ল্যাটে প্রায়ই বাইরের লোকজনকে দেখা যেত। পাশাপাশি গায়িকার ওপর অত্যাচার করতেন স্বামী দীপক। বিয়ের পর থেকেই নির্যাতনের কারণে অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন জনপ্রিয় এই শিল্পী। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানাতে পারবে পুলিশ। তবে এরই মধ্যে গায়িকার রহস্যজনক মৃত্যু নিয়ে শুরু হয়েছে তদন্ত।

খুব অল্প বয়সেই কণ্ঠ দিয়ে মানুষের মন জয় করে নেন আঁচল প্যাটেল; যদিও মাত্র ২২ বছর বয়সেই কণ্ঠরোধ হয়ে গেলে এই শিল্পীর! তাঁর মৃত্যুতে শোকাহত ভক্তরা।