নতুন করে সুস্মিতা আনিসের কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’

বিজয় দিবস উপলক্ষে আধুনিক গানের শিল্পী সুস্মিতা আনিস ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি নতুন করে গাইলেন। সুস্মিতার গাওয়া দেশাত্মবোধক গানটির সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। গানটির ভিডিও সুস্মিতার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং রেডিও ও টেলিভিশনে একসঙ্গে প্রকাশ পেয়েছে।

সুস্মিতা আনিস
ছবি : শিল্পীর সৌজন্যে

এই গানের ভিডিওতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দৃষ্টিনন্দন জায়গা স্থান দেখা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সুস্মিতা আনিস প্রথম আলোকে বললেন, ‘গানটির মাধ্যমে আমার ভেতরকার ভাবনাটা তুলে ধরতে চেয়েছি। দেশের প্রাকৃতিক সৌন্দর্য গানের ভিডিও চিত্রে তুলে ধরেছি। একজন বাংলাদেশি তাঁর বিদেশি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে দেখিয়ে যেন বলতে পারেন, দেখো আমার বাংলাদেশটা কত সুন্দর।’

সুস্মিতা আনিস
ছবি : শিল্পীর সৌজন্যে

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউটিউবে গানটির ভিডিও চিত্র প্রকাশের পর এটি শ্রোতাদের নজর কেড়েছে। গায়কির পাশাপাশি মন্তব্যের ঘরে দৃষ্টিনন্দন বাংলাদেশ তুলে ধরার ব্যাপারটিকেও প্রশংসা করেছেন।  ‘আমি আসলে গানটির মাধ্যমে মানুষের আবেগকে নাড়াতে চেয়েছি। গানটি প্রকাশের পর থেকে যাঁরাই প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতেও আবেগাপ্লুত হওয়ার কথাটাই ব্যক্ত করেছেন’ বললেন সুস্মিতা আনিস।

সুস্মিতা আনিস
ছবি : শিল্পীর সৌজন্যে

দ্বিজেন্দ্রলাল রায়ের কথা ও সুরের গানটির নতুনভাবে সংগীতায়োজন করেছেন অর্ণব। সুস্মিতা জানান, অর্ণবের সঙ্গে গানটির কাজ করে তাঁর ভালো লেগেছে। এর আগেও তাঁদের একসঙ্গে কাজ হয়েছে। সামনেও হবে। এদিকে এই গান গাইবার পেছনে যে ভাবনা ছিল, তা এভাবেই ব্যাখ্যা করলেন সুস্মিতা। তিনি বলেন, ‘গানটি আমি একদম ছোটবেলা থেকে এত শুনেছি, এত শুনেছি—বলে বোঝাতে পারব না। আমার ভীষণ একটা প্রিয় গান। আমি রোমান্টিক বাংলা গান করি, নজরুলসংগীতও করি, দেশাত্মবোধকের যেসব গান শুনে বড় হয়েছি, আমাদের মনের মধ্যে একদম গেঁথে আছে—তারই একটি এই গান। খুব সাধারণ কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের খুবই অসাধারণ একটি সৃষ্টি। আমার কাছে মনে হয়েছে, গানটা নতুনভাবে আমার কণ্ঠে তুলে ধরি। আরেকটা বিষয় মনে হয়েছে, এখনকার পৃথিবীতে এত সহিংসতা, যুদ্ধ, হানাহানি, এতসব নেতিবাচকতা—এর মধ্যে নিশ্বাস নেওয়ার মতো কিছু একটা তৈরির প্রয়াস।’

সুস্মিতা আনিস
ছবি : শিল্পীর সৌজন্যে

গেল অক্টোবরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সুস্মিতা আনিস। তবে গানটির ভিডিও তৈরির পরিকল্পনা বছরখানেক আগে থেকেই করা বলে জানালেন এই সংগীতশিল্পী। বললেন, ‘গেল এক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানের সৌন্দর্য ক্যামেরাবন্দী করেছি, শুধু গানটিতে ব্যবহার করব বলে।’