ঈদে আসছে তাঁদের মৌলিক গান

ছয় শিল্পীর কণ্ঠে শোনা যাবে মৌলিক গান। কোলাজ

ক্যারিয়ারের বড় একটা সময়ে রবীন্দ্র ও নজরুলসংগীত গেয়েছেন তাঁরা। তবে এবার ব্যতিক্রম, তাঁদের কণ্ঠে শোনা যাবে মৌলিক গান। এসব সংগীতশিল্পীর মধ্যে রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাতেমা তুজ জোহরা, খাইরুল আনাম শাকিল, অদিতি মহসীন, ফাহিম হোসেন চৌধুরী, শেখ জসিম। তাঁরা সবাই একটি গানে গান করবেন। গানের এই অনুষ্ঠান প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।

আরও পড়ুন

ছয়টি গান নিয়ে ঈদের বিশেষ আয়োজন ‘তারায় তারায়’। ছয়টি গানের মধ্যে সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা গাইবেন ‘বাঁচতে শিখি চল’ শিরোনামের গান।

ফাতেমা তুজ জোহরা
সংগৃহীত

ফাতেমা তুজ জোহরা গাইবেন ‘রঙিন চিঠি’। ‘মেঘ ছুঁয়ে জল’ শোনা যাবে খাইরুল আনাম শাকিলের কণ্ঠে। অন্যদিকে অদিতি মহসীন গাইবেন ‘মন পলাতক’ এবং ফাহিম হোসেন চৌধুরী ও শেখ জসিম গাইবেন যথাক্রমে ‘তুমি জানবে না কোনো দিন’ ও ‘অভিমান’।

সব কটি গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। জনপ্রিয় এই ছয় সংগীতশিল্পীর মধ্যে কেউ কেউ প্রথমবার মৌলিক গান করছেন। কেউ কেউ এক–দুই যুগ পরে মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। তাঁদের ভক্তদের জন্য এটা ঈদের চমক।

রেজওয়ানা চৌধুরী বন্যা
ছবি-সংগৃহীত

ঈদ আয়োজনের মৌলিক গান নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা গতকাল সোমবার বলেন, ‘বিটিভির বিশেষ আয়োজনে এবার মৌলিক গান করছি। অনেক দিন পর গানটি করা। গানটি করে ভালো লেগেছে।’

প্রায় দুই দশক পরে ফাতেমা তুজ জোহরাকে শ্রোতারা পাবেন মৌলিক গানে। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘অনেক আগে মৌলিক গান করা হয়েছিল। তারপরও সুযোগ হয়েছিল। কিন্তু গান করা হয়নি। এবার দেখলাম, ভালো একটি গান।

খায়রুল আনাম শাকিল
ছবি : প্রথম আলো

গানটির কথা উচ্ছল, প্রাণবন্ত। রোমান্টিক একটা গান। গানটি গেয়ে আমার অনেক ভালো লেগেছে। শ্রোতারা গানটা শুনে আনন্দিত হবেন।’

শফিক তুহিন। ছবি: সংগৃহীত

শৈশব থেকেই এসব গুণী সংগীতশিল্পীর গান শুনে বড় হয়েছেন শফিক তুহিন। দীর্ঘদিন ধরেই তিনি চেষ্টা করছিলেন, একসঙ্গে তাঁদের নিয়ে কোনো আয়োজনে গান করার। অবশেষে সেই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন তুহিন।

অদিতি মহসিন
সংগৃহীত

তিনি বলেন, ‘তাঁদের গান আমার মতো অনেককে স্বপ্ন দেখিয়েছে সংগীতকে ভালোবাসতে। তাঁরা আমাদের সব সময়ই অনুপ্রাণিত করেছেন। তাঁদের মুখে রবীন্দ্র বা নজরুলসংগীত শুনলেও আমি চেয়েছিলাম মৌলিক গান করাতে। আর আমার সেই দীর্ঘদিনের চেষ্টা ও স্বপ্ন সফল হয়েছে। এ জন্য প্রিয় শিল্পীদের ও বিটিভিকে ধন্যবাদ।’

শেখ জসিম ও ফাহিম হোসেন চৌধুরী। ছবি: ফেসবুক