সরকারি আশ্রয়ে থাকা শিশুদের নিয়ে গান

‘বাবা বলে কাকে ডাকি/দূর আকাশে চেয়ে থাকি/বাবা তুমি আসবে নাকি/মা তুমি আসবে নাকি...। এ বাক্যগুলো একটি গানের। মা–বাবার আদর–ভালোবাসা ও আশ্রয় ছাড়া বড় হওয়া এতিম শিশুদের বাবা বলে ডাকার এবং মায়ের আঁচলে পরম মমতায় বেড়ে ওঠার আকুতি তুলে আনা হয়েছে গানটিতে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি দায়িত্ব পালনে সবাইকে সচেতন ও সহানুভূতিশীল করতে ২০ সেপ্টেম্বর ‘বাবা বলে কাকে ডাকি’ শিরোনামের গানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে মুক্তি পেয়েছে।
গানটিতে অংশ নিয়েছে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবার ও আজিমপুরের ছোটমণি নিবাসের শিশুরা। গানের শুটিংও হয়েছে ওই দুটি স্থানে। এতিম শিশুদের অপূর্ণতা ও কষ্টের এ গানে কণ্ঠ দিয়েছেন তানিম হায়াত খান ও শাফিকা নাসরিন। সজীব দাসের সংগীতায়োজনে গানটির সুর করেছেন তানিম হায়াত খান। গানটি লিখেছেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) কামরুল ইসলাম চৌধুরী।

গানটি প্রসঙ্গে কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে গানের মাধ্যমে সমাজের বিবেকবোধকে জাগিয়ে তোলার জন্য গানটি রচনা করেছি। এতিম, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানবিক একটি পৃথিবী গড়ে তুলতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে এ ক্ষেত্রে এগিয়ে আসা উচিত।’

গানটি প্রসঙ্গে শাফিকা নাসরিন বলেন, ‘এতিম শিশুদের নিয়ে এত ইমোশনাল কথা আর সুরের গান আমার জীবনে এই প্রথম এবং শ্রেষ্ঠ। শুটিংয়ের জন্য সারা দিন এতিম শিশুদের সাথে কাটালাম, এ যেন এক অন্য রকম অভিজ্ঞতা।’ তিনি আরও বলেন, ‘এত সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে তাদের বেড়ে ওঠা, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন অ্যাকটিভিটি, খেলাধুলা, ছবি আঁকা, গান, নাচ, সেলাই চর্চা করানো দেখে আমি অভিভূত। তাদের বেড়ে ওঠার গল্প নিয়েই তৈরি আমাদের ভিডিও চিত্র।’

পিতৃমাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত মর্যাদায় পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তর সরকারি শিশু পরিবার পরিচালনার দায়িত্ব পালন করছে।