আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন বন জোভি

জন বন জোভি। রয়টার্স

মিউজিক ভিডিওর শুটিং করছিলেন জন বন জোভি। গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরে একটি সেতুতে দৃশ্যধারণ চলছিল। এমন সময় সেতুটি থেকে হতাশাগ্রস্ত এক নারীকে লাফ দেওয়ার প্রস্তুতি নিতে দেখেন এ গায়ক। এরপর এগিয়ে গিয়ে ওই নারীকে সেতু থেকে লাফ না দিতে রাজি করান তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশংসায় ভাসছেন বন জোভি।

ঘটনার বর্ণনায় মার্কিন গণমাধ্যম টিএমজেড লিখেছে, ‘ইটস মাই লাইফ’ গায়ক স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মিউজিক সিটির জন সেজেনথালার পেডেস্ট্রিয়ান সেতুতে তাঁর ‘পিপলস হাউস’ গানের মিউজিক ভিডিওর শুটিং করছিলেন।

জন বন জোভি। রয়টার্স

এমন সময় এক নারীকে লাফ দেওয়ার প্রস্তুতি নিতে দেখে এগিয়ে আসেন তিনি। এরপর তাঁকে লাফ না দিতে রাজি করান। প্রোডাকশন টিমের এক সহকর্মীর সহায়তায় ওই নারীকে পথচারীদের হাঁটার পথে নিয়ে আসেন তিনি। ওই নারীকে আলিঙ্গন করে সান্ত্বনা দিতেও দেখা যায় গায়ককে।

টিএমজেড জানিয়েছে, বন জোভি তাঁর ফাউন্ডেশন ‘জেবিজে সৌল ফাউন্ডেশন’–এর মাধ্যমে নানা জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করেন। তাই সংকটকালীন মানুষের সঙ্গে কথা বলার বিশেষ প্রশিক্ষণ রয়েছে বন জোভির।

আরও পড়ুন

এসব পরিস্থিতি তাই বেশ দক্ষতার সঙ্গে সামলাতে পারেন তিনি।

ইতিমধ্যেই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে, যা দেখে ভক্ত-অনুসারীদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন বন জোভি। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য শহরের ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশ বিভাগ গায়ককে সাধুবাদ জানিয়েছে।