চর্যাপদের গান নিয়ে শিকাগোতে

লোকসংস্কৃতি–গবেষক সাইমন জাকারিয়া ও শিল্পী সৃজনী তানিয়াছবি: সংগৃহীত

প্রাচীন বাংলার চর্যাপদের গান নিয়ে শিকাগো থেকে ঘুরে এলেন লোকসংস্কৃতি–গবেষক সাইমন জাকারিয়া ও শিল্পী সৃজনী তানিয়া। ইউনিভার্সিটি অব শিকাগোয় চর্যাপদের গান পরিবেশন করেন সৃজনী তানিয়া, বাংলাদেশের চর্যাপদের গানের পুনর্জাগরণের ইতিহাস তুলে ধরেন সাইমন জাকারিয়া।
গত ২২ মার্চ যুক্তরাষ্ট্রে যান সাইমন জাকারিয়া ও শিল্পী সৃজনী তানিয়া। মাসখানেক ধরে বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে তাঁরা ঢাকায় ফেরেন ২৪ এপ্রিল।

গত শুক্রবার মুঠোফোনে সৃজনী তানিয়া বলেন, ‘বাংলাদেশে চর্যাপদের গানের পুনর্জাগরণ হয়েছে। আমরা চাই, চর্যাপদের গান পৃথিবীজুড়ে প্রসারিত হোক। প্রাচীন গান মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক।’
৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগোর সাউথ এশিয়ান এশিয়া ইনস্টিটিউটে আয়োজিত প্রাচীন বাংলার চর্যাপদের গানের পুনর্জাগরণের আসরে গান পরিবেশন করেন সৃজনী তানিয়া। এ আয়োজনে দুই ঘণ্টা ধরে কাহ্নপা, ভুসুকুপা, লুইপা, আর্য্যপা, শবরপা, ডোম্বীপা রচিত ১১টি চর্যাপদের গান পরিবেশন করেন তিনি। এ আয়োজনে বাংলাদেশের ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণের ইতিহাস তুলে ধরেন সাইমন জাকারিয়া।
১০ এপ্রিল দ্য ইউনিভার্সিটি অব শিকাগোর সংগীত বিভাগে স্প্রিং কনসার্টে উপস্থাপনের জন্য চর্যাপদের গানের প্রশিক্ষণ প্রদান করেন সৃজনী তানিয়া ও সাইমন জাকারিয়া। সৃজনী তানিয়া বিশ্ববিদ্যালয়টির সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কণ্ঠে একটি চর্যাপদের গান তুলে দেন। ২৩ এপ্রিল লোগ্যান সেন্টার পেন্টহাউসে গানটি পরিবেশন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে লোকসংস্কৃতি–গবেষক সাইমন জাকারিয়া ও শিল্পী সৃজনী তানিয়া
ছবি: সংগৃহীত

সৃজনী তানিয়া বলেন, ‘এই আয়োজনে অংশ নিয়ে আমি অভিভূত হয়েছি। প্রত্যেক অধ্যাপক বলেছেন, চর্যাপদের গানের আরও প্রসার হওয়া দরকার।’
এরপর ১৫ এপ্রিল দ্য ইউনিভার্সিটি অব শিকাগোর সাউথ এশিয়ান লাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে চর্যাপদের গানের পুনর্জাগরণ নিয়ে মত বিনিময় করেন সৃজনী তানিয়া। আলোচনার পাশাপাশি কয়েকটি চর্যাপদের গানও পরিবেশন করেন তিনি।
একই দিন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ শিক্ষার্থীদের সংগঠন খেয়ালের আয়োজনে বাংলা নববর্ষের আয়োজনে চর্যাপদের গান নিয়ে বক্তব্য দেন সাইমন জাকারিয়া, গান করেন তানিয়া। সেই আয়োজনে উদ্বোধনী বক্তা ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক দীপেশ চক্রবর্তী, সাহিত্যবিদ থিবো দুবের।

২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট সেন্টার থেকে ৮৮.৫ এফএম শিকাগো রেডিওতে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর প্রচারিত হয়। এতে ভাবনগর সাধুসঙ্গের ভাবসাধকদের সমবেত কণ্ঠে চর্যাপদের গান পরিবেশন করা হয়। গান করেন সৃজনী তানিয়া, আলোচনা করেন সাইমন জাকারিয়া।
২০১৭ সাল থেকে চর্যাপদের গান চর্চা করেন সৃজনী তানিয়া। বাংলাদেশের চর্যাপদের গানের প্রসারে ভূমিকা রাখা ভাবনগর ফাউন্ডেশনের ভাবনগর সাধুসঙ্গের শিল্পী তিনি। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইমন জাকারিয়া। ২০১৪ সাল থেকে ভাবনগর সাধুসঙ্গের চর্যাপদের গানের আসরে অংশ নেন দেশের নানা প্রান্তের ভাবসাধকেরা।